ফ্র্যাঞ্চাইজি লীগবিপিএল

বিপিএলে নিজের লক্ষ্যের কথা জানালেন তাসকিন আহমেদ

আগামীকাল (২১ জানুয়ারি) থেকে পর্দা উঠতে যাচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের টুর্নামেন্ট বিপিএলের অষ্টম আসরের। টুর্নামেন্টের আগেই দলগুলো নিজেদের স্কোয়াড সাজিয়েছে পছন্দের ক্রিকেটারদের নিয়ে। যার অংশ হিসেবে প্লেয়ার্স ড্রাফটের আগেই সিলেট সানরাইজার্স স্কোয়াডে যুক্ত করেছে তাসকিন আহমেদকে।

জাতীয় দলের নিয়মিত সদস্য তাসকিন আহমেদ বেশ কিছুদিন আগেই জানিয়েছিলেন এবারের আসরে সিলেটকে চ্যাম্পিয়ন করাই তার মূল লক্ষ্য। দলীয় সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত লক্ষ্যের কথাও জানিয়ে রাখলেন এই গতি তারকা।

সিলেট সানরাইজার্সকে ভারসাম্যপূর্ণ দল আখ্যা দিয়ে তাসকিন বলেন, ‘’ বছর আমি সিলেটের হয়ে খেলব, খুবই রোমাঞ্চিত। আমাদের দল ভারসাম্যপূর্ণ। সবাই দোয়া করবেন আমরা যেন দলগতভাবে ভালো খেলে দলকে ফাইনালে নিতে পারি। আমি খুবই আশাবাদী। দলের প্রত্যেকে রোমাঞ্চিত। আশা করছি দলের সম্মান রাখব ইনশাআল্লাহ্।‘’

প্রতিটি দল প্লেয়ার্স ড্রাফটের আগে তাদের স্কোয়াডে একজন দেশী ক্রিকেটার নেয়ার সুযোগ পেয়েছে। যার অংশ হিসেবে সিলেট নিয়েছে তাসকিন আহমেদকে। তাই তার প্রতি দলের প্রত্যাশাটাও স্বাভাবিকভাবেই বেশি।

দলের প্রতি নিজের দায়িত্বের কথা স্বীকার করে নেয়ার পাশাপাশি ব্যক্তিগত লক্ষ্যের কথা জানিয়ে তাসকিন আরও বলেন, ‘’দায়িত্ব তো বেশি। কিন্তু আমি চাপটা উপভোগ করার চেষ্টা করব ইনশাআল্লাহ্ প্রত্যেক বছরই তো সুযোগ। আমার লক্ষ্য থাকবে সেরাটা দেওয়ার। প্রক্রিয়ায় ঠিক থাকতে চাই। আমার তো ইচ্ছা আছেই শীর্ষ উইকেট শিকারিদের মধ্যে থাকি। কিন্তু যে প্রক্রিয়া সবসময় অনুসরণ করি তা ঠিক রাখতে চাই, বেসিক ঠিক রাখতে চাই, কোনো কম্প্রোমাইজ করতে চাই না।‘’

সদ্যই নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ শেষ করে দেশে এসেছেন তাসকিন আহমেদ। হঠাত করে সংক্ষিপ্ত ফরম্যাটে মানিয়ে নিতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি যোগ করেন, ‘’আসলে যেভাবেই হোক মানিয়ে নিতে হবে। এটা একজন পেশাদার ক্রিকেটারের দায়িত্ব। মানিয়ে নিতে পারিনি বলে খারাপ করেছি এটা কোনো অজুহাত হতেই পারে না। এটা আমার দায়িত্ব, যেভাবেই হোক দ্রুত মানিয়ে নিয়ে যেন দলকে নিজের সেরাটা দিতে পারি এবং জয়ে অবদান রাখতে পারি।‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button