বিপিএলের জৌলুস ফেরাতে নতুন উদ্যোগ নিচ্ছে বিসিবি

দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ঘরোয়া ক্রিকেটের এই আসর শুরু দিকে বেশ জমজমাট হলেও সময় গড়ানোর সাথে তা যেন রঙ হারিয়েছে বহুগুণ।
বিপিএলের জৌলুস কমে যাওয়ার পেছনে অন্যতম বড় কারণ হচ্ছে দীর্ঘ মেয়াদে ফ্র্যাঞ্চাইজির সাথে বোর্ডের চুক্তি না হওয়া। চুক্তি নিয়ে নানা রকম জটিলতায় সর্বশেষ বিপিএলে ছিল না ঢাকা ডায়নামাইটস, রংপুর রাইডার্স কিংবা খুলনা টাইগার্সের মত দলগুলো। তবে পুরনো দলগুলোর মধ্যে ছিল চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অনেকটা ছোট পরিসরে অনুষ্ঠিত হওয়া বিপিএলের এই দশা অবশ্য কাটতে যাচ্ছে এবার। পুরনো জৌলুস ফিরিয়ে আনতে অংশ নেয়া ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে তিন বছরের চুক্তি করতে যাচ্ছে বিসিবি।
গতকাল (২ জুন) বিসিবির পরিচালনা পর্ষদের এক সভা শেষে জানা গেছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি নিয়ে নতুন সিদ্ধান্ত। যেখানে বলা হয়েছে বিপিএলে যে দলগুলো অংশ নিবে তাদের সাথে তিন বছরের চুক্তি থাকবে বিপিএল গভর্নিং কাউন্সিলের। এ সংক্রান্ত নতুন নীতিমালা তৈরি জন্যও বলা হয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলকে।
এদিকে ফ্র্যাঞ্চাইজিগুলোর তিন বছরের চুক্তির জন্য বোর্ডকে দিতে হবে মোটা অঙ্কের টাকা। সূত্রের খবর প্রাথমিকভাবে তিন বছরের চুক্তির জন্য বোর্ডকে দিতে হবে ১০ কোটি টাকা। যার হিসেবে প্রতি বছরে একটি দলকে পরিশোধ করতে হবে তিন কোটি ৩৩ লাখ টাকারও বেশি। তবে এ ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধন্ত নেয়নি বোর্ড।
উল্লেখ্য, বিপিএলের ২০১৯ আসরে প্রতিটি ফ্যাঞ্চাইজিকে ফি হিসেবে পরিশোধ করতে হয়েছে ২ কোটি টাকা করে। তবে কোভিডের কারণে বিপিএল বন্ধ থাকার পর গত বিপিএলে সেই ফি’র পরিমাণ কমে দাঁড়িয়েছিল অর্ধেকে। অর্থাৎ প্রতিটি দলকে ফি হিসেবে পরিশোধ করতে হয়েছিল ১ কোটি টাকা। বিপিএলে ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে যদি দীর্ঘ মেয়াদে চুক্তি হয় তাহলে আবারও পুরনো রূপে ফিরতে পারে দেশের ঘরোয়া ক্রিকেটের জমকালো এই আসর এমনটা মনে করছেন সংশ্লিষ্টরা।