ফ্র্যাঞ্চাইজি লীগবিপিএল

বিপিএলের জন্য দলের সাথে যোগ দিয়েছেন মঈন আলি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে অংশ নিতে ইতোমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলী। বিপিএলে তিনি খেলবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে।

আজ বুধবার সকালের ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। মঈনের ঢাকা আসার খবর নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফ্র্যাঞ্চাইজি।

দলে মঈনের যোগদান বাড়তি প্রেরণা দিতে পারে দুইবারের শিরোপাজয়ী কুমিল্লার। ক্যারিবীয় দারুণ সিরিজে মঈন ছিলেন ব্যাটে বলে দারুণ ফর্মে। দ্বিতীয় ম্যাচে তার অলরাউন্ডার নৈপুণ্যে দল পায় নাটকীয় জয়। চতুর্থ ম্যাচেও তিনি হাঁকান অর্ধশতক।

ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের কারণে মঈন কুমিল্লার প্রথম চার ম্যাচে খেলতে পারেননি। কুমিল্লা তাদের পঞ্চম ম্যাচ খেলবে বৃহস্পতিবার,আর এই ম্যাচ দিয়েই শুরু হতে পারে মঈনের বিপিএল এইবারের যাত্রা।

যদিও কুমিল্লার বিদেশীরা খুব ভালো করছে তাই কাকে রেখে কাকে বাদ দিবে সেটাও একটা চিন্তার কারণ। কুমিল্লা তাদের চারটি ম্যাচে মাঠে নেমেছে ফাফ ডু প্লেসি, ক্যামেরন ডেলপোর্ট ও করিম জানাতকে নিয়ে। একাদশে ৩ জনের বেশি বিদেশি রাখার সুযোগ নেই। মঈনকে একাদশে অন্তর্ভুক্ত করতে হলে তাই বিদেশি কোটায় পরিবর্তন আবশ্যক। এমন কি সুনীল নারাইন ও এখন পর্যন্ত মাঠে নামা হয়নি।

আগামীকাল হয়তো মঈন আলির সাথে ক্যারিবিয়ান সুনিল নারায়ণকে ও দেখা যেতে পারে কুমিল্লার একাদশে।

আব্দুর রহমান – টাইগারক্রিক ডেস্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button