ফ্র্যাঞ্চাইজি লীগবিপিএল

বিপিএলকে জাতীয় দলে ফেরার মঞ্চ হিসেবে দেখছেন মিরাজ

জাতীয় দলে সাদা পোশাকে নিয়মিত মুখ মেহেদি হাসান মিরাজ। ওয়ানডে ফরম্যাটেও নিয়মিত এই অলরাউন্ডার টি-টোয়েন্টিতে ব্রাত্য রয়েছেন বেশ লম্বা সময় ধরেই। সর্বশেষ ২০১৮ সালে টি-টোয়েন্টি খেলেছিলেন জাতীয় দলের জার্সিতে। তবে এরপর আর সংক্ষিপ্ত ফরম্যাটে দেখা যায়নি তাকে।

বিপিএলের অষ্টম আসরে চট্টগ্রাম চেলেঞ্জার্সের হয়ে মাঠ মাতাবেন মেহেদি হাসান মিরাজ। দলটির অধিনায়ক হিসেবেও রাখা হয়েছে এই অলরাউন্ডারকে। সংক্ষিপ্ত ফরম্যাটে আবারও জাতীয় দলে ফিরতে বিপিএলকেই বেছে নিচ্ছেন এই অলরাউন্ডার।

বিপিএলে পারফরম্যান্স করেই জাতীয় দলে ফিরতে চান জানিয়ে মিরাজ বলেন, ‘’দিনশেষে পারফরম্যান্সটাই গুরুত্বপূর্ণ, মাঠে কে কতটুকু দিচ্ছে এটা গুরুত্বপূর্ণ। আমার জন্য এটা একটা ভালো সুযোগ। আমি যদি ভালো ক্রিকেট খেলি, হয়ত আবার জাতীয় দলে ফিরতে পারব।‘’

ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ দল ভালো অবস্থানে থাকলেও টি-টোয়েন্টি ফরম্যাটে এখনও সুবিধাজনক অবস্থানে নেই টাইগাররা। সংক্ষিপ্ত এই ফরম্যাট বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ জানিয়ে মিরাজ আরও বলেন, ‘’টিটোয়েন্টিও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অবশ্য অনেক চাপ থাকে। সেই চাপ সামলে, সামনে থেকে নেতৃত্ব দিয়ে, ভালো খেলে দলকে ফল এনে দেওয়া অধিনায়ক হিসেবে আমার বাড়তি দায়িত্ব।‘’

চট্টগ্রাম চেলেঞ্জার্সে রয়েছেন সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, শামিম পাটোয়ারির মত তরুণ ক্রিকেটাররা। বয়সভিত্তিক ক্রিকেট মাতানো আফিফ-শামিমদের সাথে একই দলে থাকা মেহেদি হাসান মিরাজও ছিলেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক। তাই বিপিএলেও তার উপরেই আস্থা রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি।

মিরাজের মতে দলের বাকি ক্রিকেটাররা সহায়তা করলে অধিনায়ক হিসবেও তার কাজটা সহজ হয়ে যাবে। মিরাজ যোগ করেন, ‘’সতীর্থরা সমর্থন যোগালে পারফর্ম করা সবার জন্য সহজ হবে। অধিনায়ক হিসেবে আমার জন্যও নেতৃত্ব দেওয়া সহজ হবে।‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button