বাংলাদেশ ক্রিকেট

বিজয়-মুনিমকে নিয়ে ওপেনিংয়ের পরিকল্পনা মাহমুদউল্লাহর

সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টি থেকে তামিম ইকবালের সরে যাওয়ার পর ওপেনিং পজিশন নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। যার অংশ হিসেবে লম্বা সময় ধরে সুযোগ পায়া নাইম শেখ নিজের নামের প্রতি সুবিচার করতে না পারায় তিনিও বাদ পড়েছেন চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরের দল থেকে।

এই দুই ওপেনারের বিকল্প হিসেবে অবশ্য নতুন করে পরিকল্পনা সাজাতে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট। দীর্ঘ সময় পর জাতীয় দলে সুযোগ পাওয়া এনামুল হক বিজয় ও মুনিম শাহরিয়ারকে নিয়ে নতুন পরিকল্পনার ছক কষতে যাচ্ছে টাইগাররা।

গত বিপিএলে হার্ডহিটিং ব্যাট চালিয়ে নজর কাড়া মুনিম শাহরিয়ায় এখন পর্যন্ত খেলেছেন মাত্র দুটি আন্তর্জাতিক ম্যাচ। অন্যদিকে অভিজ্ঞ এনামুল বিপিএলে ব্যাট হাতে পারফর্ম করার পর ডিপিএলেও আলাদা করে নজর কেড়ে জাতীয় দলে সুযোগ পেয়েছেন। এই দুই ব্যাটারকে যথেষ্ট সময় দেয়ার পক্ষে কথা বলেছেন টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে রিয়াদ জানিয়েছেন মুনিম এবং বিজয় যেন যথেষ্ট সুযোগ পান জাতীয় দলে সেটা নিশ্চিত করা জরুরি।

টাইগার অধিনায়কের ভাষ্য, ‘’মুনিম এখনও দলে নতুন। বিজয় অনেকদিন পর মাত্র আসলো। ওদেরকে ভালো সময় দিতে হবে। ওরা যেন নিশ্চিন্তে খেলে যেতে পারে এই নিশ্চয়তা দেয়া টিম ম্যানেজমেন্ট ও আমার দায়িত্ব। সঠিকভাবে যেন সুযোগ পায় এটা নিশ্চিত করা জরুরি।‘’

টি-টোয়েন্টি ফরম্যাটে বিজয়-মুনিমকে নিয়ে যে পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট সেই পরিকল্পনার বাস্তবায়ন অবশ্য ঘটাতে হবে এই দুই ব্যাটারকেই। ঘরোয়া ক্রিকেটের ফর্ম ধরে রেখে যেন আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারেন তারা এমনটাও আশা প্রকাশ করেন রিয়াদ।

তিনি যোগ করেন, ‘’আমার তরফ থেকে আমি চেষ্টা করব। ঠিকভাবে যেন সুযোগ পেয়ে নিজেদের গেমটা খেলতে পারে। আশা করি ওরা সুযোগ পাবে ও ভালো করবে।‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button