বাংলাদেশ নয়, ইংল্যান্ডের জার্সিতে খেলার স্বপ্ন দেখেন রবিন

ঢাকা ডমিনেটর্সের হয়ে বিপিএল মাতাতে বাংলাদেশে এসেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাস। প্রথমবার বাংলাদেশে খেলতে এসে দারুণ রোমাঞ্চিত তিনি।
তবে এরই মধ্যে বাংলাদেশী অনেক সমর্থক রবিনের এমন উচ্ছ্বাস ও রোমাঞ্চে স্বপ্ন দেখছে রবিন দাস জাতীয় দলেও খেলবে একদিন বাংলাদেশের জার্সি গায়ে। তবে সকলে আগ্রহের এই প্রশ্নের উত্তর নিজেই জানান রবিন দাস। বাংলাদেশ নয়, ইংল্যান্ডের জার্সিতে খেলার স্বপ্ন দেখেন রবিন।
আন্তর্জাতিক ক্রিকেটে কোন দেশের হয়ে খেলবেন এ প্রসঙ্গে রবিন বলেন, ‘এখন আমার স্বপ্ন হচ্ছে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলা। তবে আমি অন্য কোনো সম্ভাবনা একদম উড়িয়ে দিচ্ছি না। অবশ্যই ইংল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন দেখি।’
বাংলাদেশের হয়ে কেন খেলবেন না এমন প্রশ্নের জবাবে রবিন বলেন, ‘আসলে ইংল্যান্ডেই আমি জন্মগ্রহণ করেছি। আমি সেখানে কাউন্টি ক্রিকেট খেলে থাকি। তাই আমি চাই ইংল্যান্ডের হয়েই ক্রিকেট খেলতে, যদি সম্ভব হয় আরকি।’
লর্ডসে একটি টেস্ট ম্যাচে ফিল্ডিং করার সুযোগ পেয়েছিলেন রবিন। জানিয়েছেন তখনের অনুভূতিও, ‘আসলে সেটি দারুণ একটি সুযোগ ছিল আমার জন্য। আমি অনেক কিছু শিখতে পেরেছিলাম। টেস্ট ক্রিকেটের আবহ সম্পর্কে ধারণা বেড়েছিল। ক্রিকেটারদের থেকেও অনেক কিছু শিখতে পেরেছিলাম। দারুণ ছিল সব মিলিয়ে।’
বিপিএলের কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা সিলেটে। রবিনের পৈত্রিকভিটা সিলেটের একদম কাছেই, সুনামগঞ্জ। সুযোগ পেলে অবশ্যই সেখানে যাবেন বলে জানিয়েছেন রবিন, ‘অবশ্যই, অবশ্যই যাব (সুনামগঞ্জে)। দলের সাথে সেখানে (সিলেট) গেলেই আমি চেষ্টা করব আমার পরিবারের কাছে (সুনামগঞ্জ) যেতে। বাবার বাড়িতে গিয়ে আমার আত্মীয়স্বজনদের সাথে দেখা করব। সিলেটে খেলতে গেলে হয়ত আমার বাবার জেলার দর্শকদের সামনেই খেলতে হবে। দারুণ হবে ব্যাপারটি। দেখা যাক সামনে কী হয়।’