
আগামী দুই সিরিজের জন্য বাংলাদেশের ফিল্ডিং কোচ হিসাবে রাজিন সালেহকে বেচে নিল বাংলাদেশ।
ফিল্ডিং কোচ হিসেবে সাময়িক দায়িত্ব পাচ্ছেন তিনি। বাংলাদেশের আগামী দুই সিরিজে তিনি কোচিং প্যানেলের সাথে যুক্ত থাকবেন। আফগানিস্তান সিরিজ ও দক্ষিণ আফ্রিকা সফরে ফিল্ডিং কোচ হিসেবে দেখা যাবে। আর বিষয়টি স্বয়ং রাজিন নিজেই নিশ্চিত করেছেন।
খেলা ছাড়ার পর রাজিন সালেহ এখন পুরোদমে কোচিং নিয়ে ব্যস্ত। ঘরোয়া ক্রিকেটে কোচিং করিয়ে পেয়েছেন উল্লেখযোগ্য সাফল্য। ক্রিকেটারদের সাথে তার বোঝাপড়া সম্পর্কও অনেক ভালো। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইগার্সের সহকারী কোচের ভূমিকায় ছিলেন রাজিন সালেহ। ১৮ ফেব্রুয়ারি বিপিএল শেষে শুরু হবে আফগানিস্তান সিরিজের ব্যস্ততা। ১৯ ফেব্রুয়ারি করোনা পরীক্ষা করে ১৯ ফেব্রুয়ারি জাতীয় দলের সাথে যোগ দেবেন এই নতুন কোচ।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের ফিল্ডিং নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়েছে। ফিল্ডিংয়ে দৃষ্টিকটু ভুলের কারণে অনেক জয় হাতছাড়া হয়েছে। এমন পরিস্থিতিতে কাঠগড়ায় দাঁড়াতে হয় সর্বশেষ ফিল্ডিং কোচ রায়ান কুককে। বিশ্বকাপে দলের ক্যাচ ফসকানো আর বাজে ফিল্ডিংয়ের পর প্রশ্ন উঠছিল কুকের কার্যকারিতা নিয়ে। পাকিস্তান সিরিজের আগেই তাই চাকরি হারান তিনি।
এর আগে খেলোয়াড়ের ভূমিকায় জাতীয় দলে ছিলেন রাজিন, যদিও এবারই প্রথম কোচ হিসেবে যুক্ত হচ্ছেন টাইগারদের সাথে। রায়ান কুক চলে যাওয়ার পর বাংলাদেশ দলের ফিল্ডিং কোচের পদ ফাঁকা পড়ে আছে। এখনও স্থায়ী কোনো কোচ নিয়োগ পাননি। স্থায়ী কোচ হিসেবে বিসিবির পছন্দ অবশ্য বিদেশি কোচরা।
-আব্দুর রহমান, টাইগারক্রিক ডেস্ক।