ক্রিকেট ফ্যাক্ট

বাংলাদেশকে হারাতে নতুন পরিকল্পনার ছক শ্রীলঙ্কার

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজ শুরু হতে যাচ্ছে আগামী ১৫ই মে। দুই ম্যাচের এই টেস্ট সিরিজটি থাকছে চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে।

বাংলাদেশের কন্ডিশন লঙ্কানদের কাছে বেশ খানিকটা পরিচিতই বলা চলে। নিয়মিত সিরিজ খেলা কিংবা বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে লঙ্কানদের নিয়মিত উপস্থিতি যার অন্যতম নিয়ামক। বিপিএল কিংবা ডিপিএলের মত টুর্নামেন্টে লঙ্কানদের উপস্থিতি তাদের অভিজ্ঞতা যে বাড়িয়েছে বেশ খানিকটা তা আর বলার অপেক্ষা রাখে না। এবারের টেস্ট সিরিজেও তাই বিপিএল-ডিপিএল খেলার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় শ্রীলঙ্কা।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে খেলার আগে অনুশীলন শেষে লঙ্কানদের সহকারী কোচ নাভিদ নেওয়াজ বলেন, ‘’সফরকারী হিসেবে আমরা অতীতের ওপরই নির্ভর করব। আমাদের কিছু খেলোয়াড় আছে যারা এই কন্ডিশনের সাথে অভ্যস্ত। কয়েকজন ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছে, বিপিএলেও অনেকে খেলেছে। কেউ কেউ সর্বশেষ টেস্ট সিরিজে খেলেছিল। সবাই আশাবাদী, সামনে যা-ই আসুক না কেন। চট্টগ্রামে গিয়ে পিচ দেখে মানিয়ে নেওয়ার চেষ্টা করব।‘’

সিরিজের প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সাগরিকায় স্পোর্টিং উইকেট থাকায় দুই দলের লড়াইটা হবে ব্যাটিং বিভাগে এমনটাই মনে করছেন লঙ্কানদের এই কোচ।

নাভিদ নেওয়াজ যোগ করেন, ‘’কঠিন সিরিজ হবে। মূলত দুই দলের ব্যাটিংয়ের লড়াই হবে। বোলিং গ্রুপ দুই দলেরই অভিজ্ঞ। তবে দুই দলের ব্যাটিংই এগিয়ে থাকবে। চট্টগ্রামে সবসময় রানের দেখা মেলে অনেক। সেখানে আমরা তাই প্রত্যাশা করব। দুই দলের ব্যাটিংয়ের দিকে তাকালে দেখবেন, প্রায় একই। সব মিলিয়ে দুই দলই প্রায় সমান। দেখার মতো একটা সিরিজ হবে।‘’

বাংলাদেশকে ঘায়েল করতে অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের মিশেলে গড়া শ্রীলঙ্কা দলের ইতিবাচক মানসিকতা নিয়ে মাঠে লড়াই করতে হবে বলেও জানান নেওয়াজ। তার ভাষ্য, ‘’আমাদের দলটা ভালো, তরুণদের সঙ্গে অভিজ্ঞরাও আছে। হার-জিত নির্ভর করে নির্দিষ্ট দিনে কেমন খেলছেন তার ওপর। আমরা ইতিবাচক ও আত্মবিশ্বাসী, খেলোয়াড়রা মাঠে সেরাটা দিতে পারবে।‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button