ক্রিকেট ফ্যাক্ট

বাংলাদেশকে পেছনে ফেলে শীর্ষে ইংল্যান্ড

এবার বাংলাদেশকে পেছনে ফেলে শীর্ষস্থান দখলে নিল ইংল্যান্ড। নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে জিতে চলমান আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে বাংলাদেশকে পেছনে ফেলেছে ইংলিশরা।

শীর্ষে থাকা ইংল্যান্ড ওয়ানডে সুপার লিগে এখন পর্যন্ত খেলেছে মোট ১৮টি ম্যাচ। যেখানে তাদের জয়সংখ্যা ১২ ম্যাচে। বাকি ৬ ম্যাচ থেকে পাঁচটিতে হার এবং একটি ম্যাচ বাতিল হয়ে যাওয়ায় তাদের নামের পাশে এখন মোট পয়েন্ট দাঁড়িয়েছে ১২৫ পয়েন্ট। যা তাদের ঠাই করে দিয়েছে একদম শীর্ষে।

পয়েন্ট টেবিলের এক নম্বর থেকে দুইয়ে নেমে গেছে টাইগাররা। ইংলিশদের সমান ১৮টি ম্যাচ খেলা বাংলাদেশ দলও জয় পেয়েছে তাদের সমান ১২ ম্যাচে। তবে টাইগারদের হার রয়েছে বাকি ছয় ম্যাচে। ফলে ইংল্যান্ড থেকে মাত্র ৫ পয়েন্ট পিছিয়ে থাকার কারণে দুইয়ে নেমে যেতে হল বাংলাদেশকে।

টেবিলের তিন নম্বরে অবস্থান করছে আফগানিস্তান। এখন পর্যন্ত তারা সুপার লিগে খেলেছে মোট ১২টি ম্যাচ। তাদের অবশ্য ১০ ম্যাচে জয় সহ মোট হার রয়েছে ২ ম্যাচে।  আফগানদের নামের পাশে এখন রয়েছে ১০০ পয়েন্ট।

ওয়ানডে সুপার লিগে ১৫ ম্যাচ খেলা পাকিস্তান জয় পেয়েছে ৯ ম্যাচে। বাকি ৬ ম্যাচে হারের কারণে তাদের নামের পাশে রয়েছে মোট ৯০ পয়েন্ট। ফলে তাদের অবস্থান রয়েছে চার নম্বরে। পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে থাকা দলটি ওয়েস্ট ইন্ডিজ। তারা এখন পর্যন্ত সবচেয়ে বেশি ২১ ম্যাচ খেলে ফেললেও জয় পেয়েছে ৮ ম্যাচে। বাকি ১৩ ম্যাচে হারের কারণে মোট ৮০ পয়েন্ট রয়েছে তাদের।

ছয় এবং সাত নম্বরে থাকা ভারত ও অস্ট্রেলিয়া দুই দলই খেলেছে সমান ১২ ম্যাচ করে। ভারত ৮ ম্যাচে জয়লাভ করতে পারলেও অজিদের জয়সংখ্যা ৭টি। ফলে ৭৯ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে ভারত এবং ৭০ পয়েন্ট নিয়ে সাত নম্বরে অবস্থান অস্ট্রেলিয়ার।

এছাড়া ৬৮ পয়েন্ট নিয়ে আট নম্বরে আয়ারল্যান্ড, ৬২ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শ্রীলঙ্কা, ৬০ পয়েন্ট নিয়ে দশ নম্বরে রয়েছে নিউজিল্যান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button