ফিচারবাংলাদেশ ক্রিকেট

বর্ষসেরার স্বীকৃতি পেলেন বিসিবির ছয়জন কোচ

ক্রিকেটারদের মতন কোচরা খুব-বেশি সম্মুখে আসার সুযোগ পায়না তবে। তবে একজন ক্রিকেটার গড়ার পেছনে একজন কোচের ভূমিকা অপরিসীম। ক্রিকেটারদের কোচরা মেধা, ঘাম ও শ্রম দিয়ে গড়ে তোলেন। তবে তাদের সম্মানটুকু নিশ্চিত করল বিসিবি এবার।

দেশের প্রথমবারের মতন ৬ জন বর্ষসেরা কোচকে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিসিবি কার্যালয়ে ৫ খেলোয়াড় গড়ার কারিগরকে বর্ষসেরা কোচের পুরস্কার তুলে দেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন, বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন, ওবেদ নিজামসহ অন্যান্য কর্মকর্তারা।

২০২১-২২ সনের ভিত্তিতে এই বর্ষসেরার স্বীকৃতি প্রদান করে বিসিবি। বর্ষসেরা কোচের মর্যাদা পাওয়া কোচরা হলেন- চাঁদপুরের জেলা কোচ সৈয়দ শামিম আখতার ফারুকি, সাতক্ষীরার জেলা কোচ মোহাম্মদ মুফাসসিনুল ইসলাম তপু, টাঙ্গাইলের জেলা কোচ মোহাম্মদ আরাফাত রহমান, ঠাকুরগাঁওয়ের জেলা কোচ মোহাম্মদ রোকনুজ্জামান রাহাত, খুলনার বিভাগীয় কোচ কাজী এমদাদুল বাশার রিপন ও চট্টগ্রামের বিভাগীয় কোচ মোহাম্মদ মমিনুল হক।

কোচদের তাদের পরিশ্রমের ভিত্তিতে এমন মর্যাদা দেওয়ায় প্রশংসার মাধ্যমে সাধুবাদ জানান কোচসহ সকলেই। এই ৬ জন কোচকে দেওয়া হয় সম্মাননা স্মারক। সম্মাননা স্মারক ছাড়াও তাদের ১ লক্ষ টাকা প্রদান করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পুরষ্কার নিতে এসে এমন অর্জনে অশুরসিক্ত হোন কোচরা। তারা প্রফুল্য প্রকাশ করে বিসিবির এমন উদ্যোগে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button