জাতীয়

বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড

ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত সিলেটবাসী। এই বিপদের মুহূর্তে তাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ৫ হাজার প্যাকেট শুকনো খাবার ও প্রয়োজনীয় কিছু জিনিস সিলেট আর সুনামগঞ্জে পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

প্রতিটি প্যাকেটে ৯টির মতন আইটেম রাখা হয়েছে। প্রতিটি প্যাকেটে রয়েছে ২ কেজি চিড়া, ১ কেজি মুড়ি, ১ কেজি গুড়, আধা কেজি খেজুর, ২টা গ্যাসলাইট, ১০ পিস মোমবাতি, খাবার স্যালাইন এক বক্স, বিস্কুট ২ প্যাকেট এবং মিনারেল ওয়াটার ১ বোতল। খাবারের প্যাকিং চলছে মিরপুরের বিসিবি ভবনে। সেখান থেকে ট্রাক ভর্তি করে পাঠানো হচ্ছে বন্যা দুর্গত এলাকায়।

গত (২০ জুন, ২০২২ইং) সোমবার ১ হাজার ব্যাগ পাঠানো হয়েছে। মঙ্গলবার পাঠানো হবে দেড় হাজার ব্যাগ। বুধবার দেড় হাজার ব্যাগ পাঠানোর পরিকল্পনা রয়েছে বিসিবির। সিলেট ও সুনামগঞ্জে এইসকল ত্রান সামগ্রী পাঠানর জন্য প্রধান দায়িত্ব দেওয়া হয়েছে বিসিবির পরিচালক আর বোর্ডের নারী বিভাগের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেলকে।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, “আমাদের যে বোর্ড পরিচালক আছেন, নাদেল চৌধুরী। তার সাথে আমাদের কথা হয়েছে, বোর্ড সভাপতি মহোদয় এ ব্যাপারে নির্দেশনা দিয়েছেন যে আমাদের যে সমস্ত খেলোয়াড়রা আছেন তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে। এটা শুধু আমাদের জাতীয় দলের সঙ্গে যারা আছেন তারা না, আমার ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকবার তাদের পাশে থাকার চেষ্টা করি। অবশ্যই এবারও থাকব।”

দেশের এই দুঃসময়ে বানভাসিদের সাহায্যে বিসিবির এমন উদ্যোগকে প্রশংসা করছে দেশের মানুষ। বিশ্বের তৃতীয় ধ্বনি ক্রিকেট বোর্ড বিসিবির এমন সিদ্ধান্তে ত্রান সামগ্রীর চাহিদা মিটবে বলে ধারনা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button