ফ্র্যাঞ্চাইজি লীগ

ফ্রিতে পিএসএল খেলবেন নামিবিয়ার অধিনায়ক!

অনুষ্ঠিত হয়ে গেছে পাকিস্তান সুপার লিগের প্লেয়ার্স ড্রাফট। দেশী ক্রিকেটারদের সাথে বিদেশি বেশ কিছু তারকাদেরও দলে ভিড়িয়েছে পিএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। ক্রিস গেইল কিংবা তাবরাইজ শামসির মত ক্রিকেটাররা পিএসএলে দল না পেলেও রয়েছেন জেমস ফকনার কিংবা ডেভিড ভিসার মত তারকারা।

টুর্নামেন্টের সবকিছু যখন ঠিকঠাক এগিয়ে যাচ্ছিল তখন ব্যক্তিগতভাগে নিজেকে সরিয়ে নিয়েছেন একসময় পাকিস্তান দলের নিয়মিত উইকেটরক্ষক ব্যাটসম্যান কামরান আকমল।

মূলত এর আগের আসরগুলোতে কামরান আকমলকে কিছুটা উপরের সারিতে রাখলেও এবারের পিএসএল আসরে কামরানকে রাখা হয়েছে সিলভার ক্য্যাটাগরিতে। অর্থাৎ সিনিয়র ক্রিকেটার থাকার পরও তাকে ডিমোশন দিয়ে নামিয়ে দেয়া হয়েছে নিচে। যা সহজে মেনে নিতে পারেননি অভিজ্ঞ এই ক্রিকেটার।

এমন কাণ্ডের পরই কামরান এক টুইট বার্তায় নিজেকে সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন পিএসএলের এবারের আসর থেকে। তার সরে যাওয়ার খবরে বিনামূল্যে পিএসএল খেলতে আগ্রহ প্রকাশ করেছেন নামিবিয়ার অধিনায়ক ইরাসমাস।

এক টুইট বার্তায় কামরান আকমল বলেন, ‘’সম্ভবত দলে আমাকে আর কোনো প্রয়োজন নেই। আমাকে সিলভার ক্যাটাগরিতে কেনার চেয়ে তরুণ কেউ সুযোগ পাক। আমার মনে হয় না সপ্তম আসরে আমার খেলা উচিৎ। আমি এই ক্যাটাগরির যোগ্য নই। আবারও ধন্যবাদ।‘’

পাকিস্তানের এই ব্যাটসম্যানের এমন টুইটের পর তা শেয়ার করে ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম ইএসপিএনক্রিকইনফো। যা দৃষ্টিগোচর হয় নামিবিয়ার বর্তমান অধিনায়ক গেরাহার্ড ইরাসমাসের। ওই টুইটে রিটুইট করে বিনামূল্যে পিএসএলে খেলার আগ্রহ প্রকাশ করেছেন ইরাসমাস।

ইএসএপিএনের করা সেই সেই টুইটে রিটুইট করে ইরাসমাস লেখেন, ‘’আমাকে নিয়ে নাও। আমি বিনামূল্যে খেলব।‘’

উল্লেখ্য, এবারের পিএসএল শুরু হতে যাচ্ছে আগামী ২৭ জানুয়ারি থেকে। পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্ট শেষ হবার কথা রয়েছে ২৭ ফেব্রুয়ারি। পিএসএলের গত আসরগুলো দেশটির বাইরে অনুষ্ঠিত হলেও এবারের পুরো আসর অনুষ্ঠিত হবার কথা রয়েছে পাকিস্তানের মাটিতেই। অন্যদিকে প্রায় একই সময়ে অনুষ্ঠিত হবে বিপিএল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button