বাংলাদেশ ক্রিকেট

ফোটোসেশনেও নেই সাকিব, দলে যোগ দেননি ডোনাল্ডও

১৬ অক্টোবর অস্ট্রেলিয়ায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে প্রস্তুতি জোরদারের জন্য নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলার সুযোগ পাচ্ছে টাইগাররা।

বাংলাদেশ দল দেশ ছাড়ার মূহুর্তে ক্যারিবিয় দীপপুঞ্জে সিপিএলে ব্যাস্ত ছিলেন সাকিব। তবে ২৯ সেপ্টেম্বর দ্বিতীয় এলিমিনেটরে হেরে সিপিএল থেকে বিদায় নেয় সাকিব। তবে সিপিএল শেষে সরাসরি দলে যোগ দেওয়ার কথা থাকলেও এখনো যোগ দেয়নি সাকিব।

এদিকে আজ ত্রি-দেশীয় সিরিজের ট্রফি উন্মোচন করা হয় ৩ দেশের অধিনায়ককে নিয়ে। তবে সেখানে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনকে দেখা গেলেও ছিলেননা সাকিব। তাই দলের সহ-অধিনায়ক সোহানকে রাখা হয় সাকিবের জায়গায়।

তবে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানিয়েছেন, সাকিবের নিউজিল্যান্ডে পৌঁছানোর কথা আগামীকাল। এ কারণে ফটোসেশনে দেখা যায়নি তাকে।

তবে এদিকে সাকিবের পাশাপাশি দলের সাথে নেই তাসকিনদের পেস ইউনিটের গুরু অ্যালেন ডোনাল্ডও যা দিয়ে সৃষ্টি হয়েছে নতুন আলোড়ন। টাইগাররা নিউজিল্যান্ডের ক্রাইসচার্চে অনুশীলন শুরু করলেও এখনো দলে যোগ দেননি ডোনাল্ড যা বর্তমানে একটি আলোচিত ঘটনা।

তবে ম্যাচের আগেরদিন সাকিবের যোগ দেওয়ার খবরটি নিশ্চিত হলেও ডোনাল্ডকে নিয়ে রয়েছে যথেষ্ট সংশয়।

ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে আগামী ৭ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এর পর ৯ তারিখ নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে লড়বেন টাইগাররা। নিজেদের তৃতীয় ম্যাচে ১২ তারিখ আবারও নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ দল। সবশেষ গ্রুপ পর্বের সিরিজের শেষ ম্যাচে ১৩ তারিখ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপে বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান (সহঅধিনায়ক), মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ ও নাজমুল হোসেন।

স্ট্যান্ডবাই
শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, মেহেদী হাসান ও সৌম্য সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button