ফেসবুকে সমালোচনা করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে: পাপন

সময়টা মোটেও ভালো যাচ্ছে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর সর্বশেষ পাকিস্তানের কাছে ধরাশায়ী হয়েছে টাইগাররা। কিংবা তারও আগে চলতি বছরেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ ও নিউজিল্যান্ড-শ্রীলঙ্কার কাছে হারে সমালোচনা বেড়েছে বহুগুণ। বর্তমানে সোশ্যাল মিডিয়া মানুষের হাতের নাগালে থাকায় সমালোচনার মাধ্যম হিসবেও এটিই ব্যবহার করে থাকেন অধিকাংশ সমালোচকরা।
তীব্র সমালোচনার ঝড় যখন সামাজিক মাধ্যমে বয়ে যাচ্ছে ক্রমাগত তখন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন মন্তব্য করেছেন ফেসবুকে সমালোচনা করে একটা গোষ্ঠি বিভ্রান্তি ছড়াচ্ছে। বিসিবি প্রেসিডেন্টের ভাষ্য, ‘’বিশ্বকাপের আগে আমি স্পষ্টভাবে বলেছি– টি–টোয়েন্টিতে আমরা শক্তিশালী দল না, এমনকি টেস্টেও না। ওয়ানডেতে মোটামুটি ভালো আমরা। কিন্তু এমনভাবে বলা হচ্ছে যেন আমি বলেছি টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে। আমি অবশ্য দেখিনি, আমার তো ফেসবুক নেই। এসব করে মানুষকে বিভ্রান্ত করা হয়, ভুল বার্তা দেওয়া হয়।‘’
দেশের ঘরোয়া ক্রিকেটের কাঠামো নিয়ে প্রশ্ন তোলেন অনেক সমালোচকই। এর কারণ হিসেবে অনেকেই মনে করেন গোড়ায় গলদ থাকাতেই ভালো মানের ক্রিকেটার উঠে আসছে না জাতীয় দলে। সেই সাথে পিচ নিয়ে সমালোচনা হয়ে থাকে হরহামেশাই। তবে পিচ কিংবা ঘরোয়া ক্রিকেট নিয়ে সমালোচনা মানতে নারাজ পাপন।
বিসিবি বস আরও বলেন, ‘’আপনারা প্রথমে নিয়ে আসেন পিচ। এর কোনো কারণ খুঁজে পাই না। তারপর বলেন ঘরোয়া ক্রিকেটের কথা। ঘরোয়া ক্রিকেট মানে কী? এই যে স্কুল ক্রিকেট, ক্রিকেট কার্নিভাল করছি, হাজার হাজার ছেলেকে নিয়ে, এই যে এতকিছু করে খেলোয়াড় আনছি। আগে মেয়েদের জাতীয় দলের খেলোয়াড় পাওয়া যেত না। এখন ইমার্জিং, অনূর্ধ্ব–১৯ দল আছে, অনূর্ধ্ব–১৭ করে যাচ্ছি। এগুলো এমনি এমনি হচ্ছে?’’
‘’সারা দেশ খুঁজে এদের বের করা হয়। আপনারা শুধু বলেন ঘরোয়া ক্রিকেট ঘরোয়া ক্রিকেট… ঘরোয়া কী? এগুলো কি আন্তর্জাতিক? না এগুলো গোণায়ই ধরেন না, আপনাআপনি চলে আসে? কিছু গৎবাঁধা কথা আছে সেটাই সবাই এসে বলে যান।‘’