আন্তর্জাতিক

ফিট হওয়ার জন্য দুই সপ্তাহ সময় পেলেন কেন উইলিয়ামসন

এ বছরের এপ্রিলে আইপিএল খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। এরপর থেকেই মাঠের বাইরে আছেন তিনি। তবে সম্প্রতি নেট অনুশীলনে ফিরেছেন উইলিয়ামসন। এরপর থেকেই আলোচনা চলছে তিনি কি বিশ্বকাপের দলে ফিরতে পারবেন?

এ প্রসঙ্গে নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড জানান তারা উইলিয়ামসনের জন্য আরও দুই সপ্তাহ অপেক্ষা করবেন এবং পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নিবেন। কারণ এর মধ্যেই চূড়ান্ত করতে হবে আসন্ন ক্রিকেট বিশ্বকাপের স্কোয়াড। তবে সবকিছুই নির্ভর করবে এই সপ্তাহে উইলিয়ামসন কতটা উন্নতি করতে পারছেন সেটার উপর।

স্টেড বলেন, ‘চূড়ান্ত ঘোষণার জন্য আমাদের এখন থেকে প্রায় দুই সপ্তাহ সময় আছে। এই সম্পূর্ণ সময়টাকে কাজে লাগাতে আমরা তাকে প্রতিটি সুযোগ দিব। সে পুনর্বাসনপ্রক্রিয়া সম্পূর্ণভাবে শুরু করেছে, সে নেটেও ব্যাটিং করছে। দেখে ভালো লাগছে সে দারুণ উন্নতি করছে। কিন্তু আমরা তাকে যেভাবে (পারফরমেন্স) চাচ্ছি সেখানে পৌঁছানোর জন্য তার এখনও অনেক কাজ বাকি।’

এদিকে স্টেড আরও জানান উইলিয়ামসন বিশ্বকাপের দলে থাকলেও প্রথম দিকের ম্যাচগুলো তিনি খেলতে পারবেন কিনা এটা এখনও নিশ্চিত না। তিনি, ‘আমরা সকল কিছুই বিবেচনায় আনছি। কেনকে (উইলিয়ামসন) দলে নেয়া হলেও সে টুর্নামেন্টের শুরুর ম্যাচগুলোতে সুযোগ নাও পেতে পারে, এমন শঙ্কাও রয়েছে। আবার সে থাকতেও পারে, আবার সে দলের জন্য প্রস্তুত নাও থাকতে পারে।’

সবকিছুর উর্ধ্বে গিয়ে কেন উইলিয়ামসনকে অবশ্যই দলে চাচ্ছে নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্ট। তবে পাশাপাশি তারা এটাও নিশ্চিত করতে চাচ্ছেন বিশ্বকাপ খেলার কারনে যেন উইলিয়ামসনের ক্যারিয়ারে দীর্ঘমেয়াদে কোন সমস্যা না হয়।

স্টেড যোগ করেন, ‘এটা কিছুটা ভবিষ্যৎ অনুমান করা কাচের বলের দিকে তাকিয়ে থাকার মতো। যে সে (বিশ্বকাপে) কোথায় থাকবেন। হ্যাঁ, অবশ্যই আমরা তাকে বিশ্বকাপে চাই। কিন্ত আমাদের তাকে নিয়ে বৃহৎ পরিসরে ভাবতে হবে। আমরা উইলিয়ামসনকে তার ক্যারিয়ার জুড়ে ফিট দেখতে চাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button