আন্তর্জাতিক

প্রধান কোচ হয়ে মুম্বাই ইন্ডিয়ান্স পরিবারে যুক্ত হলেন শেন বন্ড

বেশ সাড়া জাগিয়ে আগামী বছর মাঠে গড়াতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইএলটি২০। যেখানে দল রয়েছে মুম্বাই ইন্ডিয়ায়ন্স মালিকপক্ষের, নাম এমআই এমিরেটস। যার প্রধান কোচের দায়ত্ব পালন করবেন সাবেক নিউজিল্যান্ড তারকা পেসার শেন বন্ড।

মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে বন্ডের সম্পর্কটা পুরোনো। ২০১৫ সাল থেকে আইপিএলে দলটির বোলিং কোচ হিসেবে কাজ করছেন। এবার একই মালিক পক্ষের ভিন্ন টুর্নামেন্টে ভিন্ন নামের দলে ভিন্ন দায়িত্বে যোগ দিচ্ছেন বন্ড।

আগামী বছরের জানুয়ারি – ফেব্রুয়ারি সময়কালে মাঠে গড়াবে আইএলটি২০। একই সময়ে শুরু হবে দক্ষিণ আফ্রিকার নতুন টি-টোয়েন্টি লিগ এসএ২০। সেখানেও দল আছে মুম্বাই ইন্ডিয়ান্স মালিকপক্ষের। দলের নাম এমআই কেপটাউন।

তবে আইপিএল, আইএলটি২০, এসএস২০ ভিন্ন তিন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের জন্য আলাদা আলাদা প্রধান কোচ নিয়োগ দিল মুম্বাই ইন্ডিয়ান্স মালিকপক্ষ। আইপিএল দল সামলাবেন দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেট রক্ষক ব্যাটার মার্ক বাউচার। আইএলটি২০ এর এমআই এমিরেটসে শেন বন্ড এবং এসএ২০ এর এমআই কেপটাউনের দায়িত্বে দেখা যাবে সাবেক অজি ক্রিকেটার সাইমন ক্যাটিচকে।

আর এই তিন দলের গ্লোবাল হেড অব পারফরম্যান্স করে মাহেলা জয়াবর্ধনেকে দেওয়া হয়েছে পূর্ণ কর্তৃত্ব। এর আগে আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ায়ন্সের প্রধান কোচ ভূমিকায় ছিলেন শ্রীলঙ্কান এই কিংবদন্তী।

এমআই এমিরেটসের কোচিং প্যানেলে শেন বন্ড ছাড়াও ব্যাটিং কোচ পার্থিব প্যাটেল, বোলিং কোচ বিনয় কুমার, জেমস ফ্র্যাঙ্কলিনকে ফিল্ডিং কোচ হিসেবে দেখা যাবে। দলটির জেনারেল ম্যানেজার পদে থাকছেন রবিন সিং।

রিলায়েন্স জিও ইনফো কমের চেয়ারম্যান আকাশ আম্বানি এদের প্রত্যেককেই এমআই এমিরেটস পরিবারে স্বাগত জানিয়েছেন।

মুম্বাই এমিরেটসের সাথে যুক্ত হতে পেরে ৪৭ বছর বয়সী নিউজিল্যান্ড কিংবদন্তী শেন বন্ড বলেন, ‘একটা নতুন দল তৈরি করা সব সময়ই বেশ রোমাঞ্চের ব্যাপার। ইতিবাচক ভাবেই দেখছি বিষয়টা। এমআই গোষ্ঠীর ঐতিহ্য বজায় রাখার চেষ্টা করব। টি-টোয়েন্টি ক্রিকেটকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে ক্রিকেটারদের অনুপ্রাণিত করার চেষ্টা করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button