বাংলাদেশ ক্রিকেট

প্রথম দিন ৩ উইকেট নিয়ে সফলতার কারণ জানালেন তাইজুল

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবান টেস্টে টাইগার একাদশে একমাত্র স্পিনার ছিলেন মেহেদি হাসান মিরাজ। প্রথম ইনিংসে পেসাররা অনেকটা এগিয়ে থাকলেও দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ দলের পক্ষে একজন পুর্নাঙ্গ স্পিনারের অভাব ছিল স্পষ্ট।

দ্বিতীয় টেস্টে এসে তাসকিন আহমেদের ছিটকে যাবার পর একাদশে অন্তর্ভুক্ত হন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। একাদশে সুযোগ পেয়েই এই স্পিনার প্রথম দিনে নিয়েছেন গুরুত্বপূর্ণ ৩টি উইকেট।

বল হাতে তাইজুলের এমন সফলতার দিনে আক্ষেপ তাই প্রথম টেস্ট নিয়ে কিছুটা বেড়েছে বটে। তবে সবকিছু ছাপিয়ে দ্বিতীয় টেস্টে ভালো বোলিং করেই স্বাগতিকদের আটকানোর পরিকল্পনা করছে বাংলাদেশ দল।

দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তাইজুল ইসলাম জানিয়েছেন নিজের সাধ্যমতই রান আটকানোর চেষ্টা করেছেন তিনি। তাইজুলের ভাষ্য, ‘’আমি চেষ্টা করেছি। আসলে এই উইকেটে বেশি জোরাজুরি করার কিছু নেই। কারণ দেখা যাচ্ছে একটু স্ট্যাম্পের বাইরে বা ওপরে হলে রান হয়ে যায়। আসলে রান ধরে রাখাটা গুরুত্বপূর্ণ ছিল। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি।‘’

উইকেটের আচরণগত কারণে চাইলেই একাদশে চারজন পেসার কিংবা তিনজন স্পিনার খেলানো সম্ভব নয় জানিয়ে তাইজুল যোগ করেন, ‘’এখানে আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে উইকেটের উপর অনেক কিছু নির্ভর করে। উইকেটের আচরণ বলেন বা পরিস্থিতি এমন আপনি চাইলেই যে তিনটা পেসার বা চারটা পেসার খেলাতে পারবেন না আবার তিনটা স্পিনারও খেলাতে পারবেন না। এখানে ব্যাটসম্যানেরও ব্যাপার আছে। সবারই একটু চাপ নিয়ে শারীরিক মেহনত করে আমাদের কাজটি করতে হবে। এটুকু চ্যালেঞ্জ নিতেই হবে।‘’

প্রথম দিনে নিজের বোলিংয়ের পরিকল্পনা সম্পর্কে জানাতে গিয়ে তাইজুল আরও বলেন, ‘’লাঞ্চের আগে আমি পাঁচ ওভার করেছি। তখন বেশি কিছু করার চেষ্টা করিনি। কারণ রানরেট একটু বেশি ছিল। আমার প্ল্যান ছিল রানরেট যদি একটু কমিয়ে আনতে পারি, তাহলে আমি পেস ভ্যারিয়েশনে যাব। চেষ্টা করেছি লাঞ্চের আগে যতটা রান কম দেওয়া যায়। পরে এসে চেষ্টা করেছি রান কমের মধ্যে যদি উইকেট পাওয়া যায়।‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button