ক্রিকেট ফ্যাক্ট

প্রথম টেস্টেই রানে ফিরবেন মুশফিক বিশ্বাস জেমি সিডন্সের

ব্যাট হাতে সময়টা মোটেও ভালো যাচ্ছে না মুশফিকুর রহিমের। মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকের রানখরা যেন কিছুতেই কাটছে না। সাদা পোশাকে সবশেষ ছয় ইনিংসে মুশফিকের ব্যাট থেকে এসেছে কেবল একটি ফিফটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ওই একটি ফিফটি হাঁকালেও বাজে শট খেলে আউট হয়ে পড়তে হয়েছিল সমালোচনার মুখে।

সবকিছু ছাপিয়ে আবারও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলতে নামছেন মুশফিকুর রহিম। আগামী ১৫ই মে থেকে শুরু হতে যাওয়া দুই ম্যাচ টেস্ট সিরিজে নিজেকে ফিরে পাওয়ার মিশনেই নামবেন ৩৫ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটার। যার শুরুটা হবে সাগরিকায়। চেনা কন্ডিশনে ব্যাট হাতে আবারও দলের জন্য অবদান রাখতেও অনুশীলনে ঘাম ঝরিয়ে যাচ্ছেন মুশফিক।

এদিকে সাম্প্রতিক সময়ে মুশফিক রান না পাওয়াতে আপাতত বিচলিত নন নতুন ব্যাটিং কোচ জেমি সিডন্স। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টেই রানে ফিরবেন মুশফিক এমনটাই বিশ্বাস সিডন্সের।

গত দুইদিন মুশফিকের অনুশীলন দেখে সন্তুষ্টির কথা জানিয়েছেন সিডন্স। সব ব্যাটারদেরই বাজে সময় গেলেও তা পেছনে ফেলে আবারও রান করবেন এমনটা আশা প্রকাশ করেন টাইগারদের ব্যাটিং কোচ। সিডন্স বলেন, ‘’সব ব্যাটসম্যানের এমন একটা সময় যায়, যখন সে তেমন রান পায় না। মুশফিক এখানে গত দুই দিন যেভাবে ব্যাটিং করছে, তাতে আমি নিশ্চিত যে, এখানে সে রান করবে। আমরা মুশির ব্যাটিং দেখতে মুখিয়ে রয়েছি। তার সঙ্গে বেশ কিছু বিষয় নিয়ে কাজ করেছি এবং ভালো কিছুর ইঙ্গিত পেয়েছি। আমার মনে হয়, সে ভালো একটি সিরিজ কাটাবে।‘’

রানখরায় ভুগতে থাকা মুশফিক নিজের ব্যাটিং নিয়ে কাজ করছেন নাজমুল আবেদিন ফাহিমের সাথে। দ্রুতই উন্নতি করে নিজের সেরা পারফরম্যান্স দেখাবেন মুশফিক এমনটাও আশা প্রকাশ করেছেন সিডন্স।

তিনি যোগ করেন, ‘’আপনারা ম্যাচে আরও ভালো দেখতে পারবেন (কী নিয়ে কাজ করেছে)। আমার মনে হয় এই সিরিজে মুশফিক থেকে আপনারা ভালো পারফরম্যান্স দেখতে পাবেন।‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button