ক্রিকেট বিশ্বকাপ

প্রকাশিত হল নারী বিশ্বকাপের সূচি

প্রকাশিত হল নারী বিশ্বকাপের সূচি। নিউজিল্যান্ডের মাটিতে বিশ্বকাপের পর্দা উঠবে ২০২২ সালের ৪ মার্চ। ব্যাট-বলের এই বিশ্ব আসরের পর্দা নামবে ৪ এপ্রিল। ৩১ দিন ব্যাপী এই টুর্নামেন্টে মোট ম্যাচসংখ্যা রয়েছে ৩১টি। ৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপের ভেন্যু হিসেবে নির্ধারন করা হয়েছে নিউজিল্যান্ডের ছয়টি ভেন্যু অকল্যান্ড, ক্রাইস্টচার্চ, ডানেডিন, হ্যামিল্টন, টরাঙ্গা এবং ওয়েলিংটন।

সম্প্রতি জিম্বাবুয়ের মাটিতে অনুষ্ঠিত হচ্ছিল নারী বিশ্বকাপের কোয়ালিফায়ার পর্বের ম্যাচ। যেখানে বাংলাদেশ দল শুরু থেকে সফলতা পেলেও মাঝপথে বন্ধ করে দেয়া হয়েছিল কোয়ালিফায়ার পর্বের ম্যাচগুলো। কোভিডের নতুন ধরন ওমিক্রন বৃদ্ধি পাওয়ার কারণেই স্থগিত করে দেয়া হয় কোয়ালিফায়ারের ম্যাচগুলো।

কোয়ালিফায়ার পর্ব বাতিল হয়ে যাওয়ায় র‍্যাংকিংয়ের হিসেবে সেরা দলগুলো নিয়ে আয়োজিত হতে যচ্ছে নারীদের বিশ্ব আসর। যার সূচিও প্রকাশিত হয়েছে ইতোমধ্যে।

বিশ্বকাপের প্রকাশিত সূচি অনুযায়ী উদ্বোধনী দিন মুখোমুখি হবে স্বাগতিক নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দিনে বাংলাদেশ নারী দলের কোনো ম্যাচ না থাকলেও দ্বিতীয় দিনে এসে বাঘিনীরা মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা নারী দলের বিপক্ষে। ৫ই মার্চ হতে যাওয়া এই ম্যাচের ভেন্যু হিসেবে রয়েছে ডানেডিনের ইউনিভার্সিটি ওভাল।

একদিন বিরতি দিয়ে ৭ই মার্চ অনুষ্ঠিত হবে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। যেখানে প্রতিপক্ষ হিসেবে থাকছে নিউজিল্যান্ড নারী দল। এরপর অবশ্য লম্বা বিরতি রয়েছে সালমা-জাহানারাদের। মার্চের ১৪ তারিখ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী দল।

গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে টাইগ্রেসদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২২ই মার্চ ভারতের নারীদের বিপক্ষে মাঠে নামার পর ২৫ই মার্চ অস্ট্রেলিয়া এবং ২৭ই মার্চ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী দল। ইংলিশদের বিপক্ষে ম্যাচ দিয়েই গ্রুপ পর্বের লড়াই শেষ করবে বাঘিনীরা।

এবারের নারী বিশ্বকাপের প্রথম সেমি ফাইনাল মাঠে গড়াবে ৩০ই মার্চ। ৩১ই মার্চ মাঠে গড়ানোর কথা রয়েছে দ্বিতীয় সেমি ফাইনাল। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ এপ্রিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button