
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকরা প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে পাহাড়সম লক্ষ্য দাঁড় করালে সেই বাধা টপকাতে পারেনি টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের এমন বড় স্কোর গড়ার ক্ষেত্রে অবশ্য বড় অবদান ছিল রভম্যান পাওয়েলের।
সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকা রভম্যান পাওয়েল দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ২৮ বল মোকাবেলায় খেলেছেন ৬১ রানের ইনিংস। যেখানে সাকিব আল হাসানই ছিলেন তার মূল টার্গেট। অর্থাৎ সাকিবকে লক্ষ্য করেই বল বাউন্ডারির বাইরে পাঠাচ্ছিলেন পাওয়েল।
ম্যাচ শেষে সেরা খেলোয়াড় নির্বাচিত হবার পর পাওয়েল জানিয়েছেন পেশাদার ক্রিকেটার হিসেবে ধীরে ধীরে উন্নতি করতে হবে সবদিকে। তিনি বলেন, ‘’পেশাদার খেলায় আপনি যে কোন কিছুই করেন না কেন উন্নতিটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। আপনাকে স্কিল, মানসিক সহ সবদিক দিয়েই ধিরে ধরে উন্নতি করতে হবে এখন শিক্ষা নিতে হবে।‘’
পরিস্থিতি বিবেচনা করেই সঠিক সময়ে বাউন্ডারি হাঁকাতে হবে মন্তব্য করে তিনি যোগ করেন, ‘’সত্যি বলতে আমি নিজেকে একজন হিটার ভাবা বন্ধ করে দিয়েছি। নিজেকে পুরোদস্তুর ব্যাটার হিসেবে দেখি এখন যে পাওয়ার দিয়ে নিয়ন্ত্রনের সঙ্গে বল মারতে পারে। এমনকি কখন কোন সময়, কোন পরিস্থিতিতের সিঙ্গেল নিতে হবে আর কখন আক্রমণ করতে হবে এটাও বুঝতে শিখেছি এবং শিখছি।‘’
উইকেট ব্যাটিং সহায়ক থাকলেও তার মূল টার্গেট যে ছিল স্পিনাররা এমন ইঙ্গিত দিয়ে তিনি আরও বলেন, ‘’পরিকল্পনা সহজই ছিল, একটা শুরু দরকার ছিল এরপর বাকিটা আমি সবসময় যেভাবে নিজের মধ্যে ধারণ করি। খুবই ভালো ব্যাটিং উইকেট, দুর্ভাগ্যজনকভাবে মাত্র দুইটি ম্যাচ এখানে, (আফসোস) যদি তিনটা ম্যাচই এখানে হত! অনেক বেশি কৃতিত্ব দিতে হবে আমার ব্যাটিং কোচকে। যিনি স্পিনের বিপক্ষে আমাকে আরও ভালো করে গড়ে তুলেছেন।‘’
‘’বোলাররা দারুণভাবে প্রয়োগ করেছে (পরিকল্পনার)। পাওয়ার প্লেতে তিন উইকেট তুলে নিয়ে ম্যাচ জয়ের পথটা সহজ করে দিয়েছে। ডমিনিকার জনগণকে ধন্যবাদ, এখানকার দর্শকরা অসাধারণ, তাদের কুর্নিশ জানাই।‘’