বাংলাদেশ ক্রিকেট

পরিকল্পনা বাস্তবায়নের কৃতিত্ব ছেলেদের দিতেই হবে: শ্রীরাম

অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া টি২০ বিশ্বকাপ আয়োজিত হবে অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়ার কন্ডিশন অনুযায়ী ব্যাটসম্যানদের পাশাপাশি সেখানে সুবিধা পাবেন পেসাররা। তবে পিছিয়ে থাকবেন স্পিনাররা। তাই বড় মঞ্চে ভালো করতে পেসারদের কাজে লাগাতে চায় বাংলাদেশ।

বিশ্বকাপের আগে টানা খেলার মধ্যে থাকতে হবে বাংলাদেশকে। সৌভাগ্যস্বরুপ অস্ট্রেলিয়ার পাশের দেশ নিউজিল্যান্ডেও ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ যেখানকার কন্ডিশন অনেকটা অস্ট্রেলিয়ার মতন। সেখানে অন্তত ৪টি টি২০ ম্যাচ খেলবে টাইগাররা।

আরব আমিরাতের বিপক্ষে সিরিজে পেসারদের নিয়ে রোটেশন পলিসি প্রয়োগ করতে দেখা গেছে। প্রথম ম্যাচে মুস্তাফিজুর রহমানের সাথে ছিলেন বিশ্বকাপের স্ট্যান্ডবাই সদস্য শরিফুল ইসলাম। দ্বিতীয় ম্যাচে দুজনকে একাদশের বাইরে রেখে সুযোগ দেওয়া হয় তাসকিন আহমেদ ও এবাদত হোসেন চৌধুরীকে।

জাতীয় দলের টি-টোয়েন্টি কোচ ও টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম জানিয়েছেন, ত্রিদেশীয় সিরিজেও পেসারদের ক্ষেত্রে এমন রোটেশন পলিসি প্রয়োগ করা হবে।

শ্রীরাম বলেন, ‘আমরা আমাদের ফাস্ট বোলারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে চেয়েছিলাম এবং সামনেই একই কাজ করা হবে। সামনে ত্রিদেশীয় সিরিজ আছে। এটা ছেলেদের জন্য ভিন্নধর্মী এক চ্যালেঞ্জ হবে।’

আরব-আমিরাতের সাথে দুর্দান্ত খেলে বাংলাদেশ। সেখানের পারফর্মেন্সে মুগ্ধ শ্রীরাম। ক্রিকেটারদের পরিকল্পনা বাস্তবায়নে সাফল্যের বিষয়ে তিনি বলেন, ‘আমি তাদের বারবার উন্নতির কথা বলেছিলাম এবং তারা সেটা করে দেখিয়েছে। আজ সব কিছু স্বাভাবিকই ছিল। বল ভিজে যাচ্ছিল না। পরিকল্পনা বাস্তবায়নের কৃতিত্ব ছেলেদের দিতেই হবে।’

আরব-আমিরাতের সাথে সিরিজ জয় করে দেশে ফিরছে বাংলাদেশ। টাইগারদের পরবর্তী মিশন ৭ অক্টোবর শুরু হওয়া পাকিস্তান-নিউজিল্যান্ডের সাথে ক্রাইসচার্চের কঠিন পরিক্ষা যা বিশ্বকাপের আগে অনুশীলন স্বরুপ ইতিবাচক ভূমিকা পালন করতে পারে। জয় না পেলেও টাইগারদের জন্য এই সিরিজ হবে অভিজ্ঞতায় ঠাসা যেখানে প্রায় একই কন্ডিশন পার্শ্ববর্তি দেশ অস্ট্রেলিয়ায় বিশ্বকাপের মঞ্চে কাজে দিবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button