নেপালকে হালকা ভাবে নিচ্ছে না পাকিস্তান, জানিয়ে দিল একাদশ

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আগামীকাল মুখোমুখি হচ্ছে নেপাল এবং স্বাগতিক পাকিস্তান। এই ম্যাচের আগে আফগানিস্তানকে ৩-০ তে হারিয়ে র্যাংকিংয়ের শীর্ষ স্থান নিজেদের দখলে নিয়েছে বাবর আজমের দল। তবে র্যাংকিংয়ের এক নাম্বারে থাকলেও নেপালকে হালকা ভাবে নিচ্ছে না এশিয়া কাপের এবারের আসরের স্বাগতিক দেশটি।
এ প্রসঙ্গে অধিনায়ক বাবর আজম বলেন, নিজেদের সেরা ক্রিকেট খেলেই পাকিস্তান টুর্নামেন্টের শুরুটা করতে চাচ্ছে নেপালের বিপক্ষে ম্যাচের মাধ্যমে। তিনি আরও জানান যে, নেপালকে হালকা ভাবে নেয়ার সুযোগ নেই কারন তাদের দলে ভালোমানের অনেক ক্রিকেটার রয়েছে। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের মনোযোগ এখন আগামী কালকের ম্যাচে নেপালের বিপক্ষে। তাদের ভালোমানের ক্রিকেটার রয়েছে। এ কারণে আমরা তাদের হালকাভাবে নিচ্ছি না এবং আমরা আমাদের সেরা ক্রিকেটটা খেলতে চাই।’
টুর্নামেন্টে পাকিস্তান তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে। তবে এখনই চির প্রতিদ্বন্দ্বী ভারতের সাথে ম্যাচ নিয়ে ভাবতে চাচ্ছেন না অধিনায়ক বাবর আজম। বাবর যোগ করেন, ‘যখন সময় আসবে তখনই ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে পরিকল্পনা করবো।’
‘যখন আমি অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছিলাম আমার লক্ষ্য ছিল দলের মানসিকতায় পরিবর্তন আনা এবং আমি সেটা সফলভাবে করতে পেরেছি। আমরা এশিয়া কাপ ও বিশ্বকাপ খেলতে চলেছি। আগামী কয়েক মাসে আমাদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় কিছু ম্যাচ আছে এবং আমরা দেশের হয়ে ভালো পারফর্ম করতে চাই।।’
পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, ইমাম উল হক, সালমান আলী আঘা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ।