বাংলাদেশ ক্রিকেট

নতুন আরও একটি বিশ্বরেকর্ড গড়লেন সাকিব আল হাসান

রেকর্ডের বরপুত্র সাকিব আল হাসান আবারও গড়েছেন আরও একটি বিশ্বরেকর্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট হাতে নেমেই নতুন রেকর্ডে নাম লেখান তিনি। বিশ্বের প্রথম অলরাউন্ডার হিসেবেই অবশ্য এই রেকর্ডটা গড়েছেন সাকিব। নতুন এই রেকর্ড এর আগে কোনো অলরাউন্ডারই গড়তে পারেননি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিব আল হাসান ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন বেশ আগেই। বল হাতে নিয়মিত উইকেটের দেখা পাওয়া সাকিবের উইকেটসংখ্যাও দিন দিন বাড়ছে, আর বড় হচ্ছে উইকেটের ঝুলি। তবে এবার বল হাতে রেকর্ড গড়ার পাশপাশি ব্যাট হাতেও নতুন রেকর্ড গড়েছেন তিনি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এর আগে কোনো অলরাউন্ডার ১০০ উইকেট নেয়ার পাশাপাপাশি ব্যাট হাতে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে পারেননি। যা এবার করে দেখিয়েছেন সাকিব আল হাসান। বিশ্বের একমাত্র অলরাউন্ডার হিসবেই এই রেকর্ড গড়ছেন সাকিব।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে দলের জন্য অবদান রেখেন সাকিব। ম্যাচ জেতাতে না পারলেও তিনি খেলেছেন ৫২ বলে ৬৮ রানের অপরাজিত ইনিংস। তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি অন্য ব্যাটাররা। ফলে ম্যাচও বের করা সম্ভব হয়নি তার জন্য।

এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ৬৮ রানের ইনিংসের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিবের এখন মোট রানসংখ্যা দাঁড়িয়েছে ২০০৫ রান। সেই সাথে তার বল হাতে উইকেটের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ১২০ এ। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বল হাতেও সাকিব দখলে নিয়েছিলেন ১টি উইকেট। ফলে একইসাথে ২ হাজার রান ও ১০০ এর বেশি উইকেট নেয়া একমাত্র উরাউন্ডার এখন সাকিব।

সাকিব আল হাসানের ১০০ উইকেট ও ২ হাজার রান করার রেকর্ডের আগে অবশ্য অন্য আরও একটি রেকর্ডও গড়েছিলেন বিশ্বের প্রথম অলরাউন্ডার হিসেবে। ১০০ উইকেট এবং ১ হাজার রানের যে রেকর্ড আছে সেটাও সাকিব প্রথম অলরাউন্ডার হিসেবেই করেছিলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button