দুঃসময়ে হেড কোচ রাসেল ডমিঙ্গোকে পাশে পেলেন মুমিনুল

বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কের ব্যাটে দেখা দিয়েছে রানখরা। টানা অফ ফর্মে রয়েছেন সাদা পোশাকে টাইগারদের অধিনায়কের দায়িত্বে মুমিনুল হক। গত তিন টেস্টে নিজের রান দুই অঙ্কের ঘরে নিয়ে যেতে পারেননি এই ব্যাটার।
অধিনায়কত্ব পাওয়ার আগে রানফোয়ারা ছোটানো মুমিনুল হঠাত করেই রানখরায় ভুগছেন। শুধু ফর্মই নয় মাঠের সিদ্ধান্তের ক্ষেত্রেও সাম্প্রতিক সময়ে মুমিনুলকে নিয়ে চলছে জোর সমালোচনা। এমতাবস্থায় তাকে নিয়ে মুখ খুলেছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো।
সম্প্রতি মুমিনুল জানিয়েছিলেন নিজের ফর্ম নিয়ে চিন্তিত নন তিনি। ঠিক কি কারণে অধিনায়কের এমন বক্তব্য তা খোলাসা করেছেন ডমিঙ্গো। তিনি বলেন, ‘’কারণ তার দারুণ সব রেকর্ড আছে। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি শতক তার। টেস্টে ১১টি শতক হাঁকিয়েছে ৪৩ টেস্টে। এদিকে ৮২তম টেস্টে গিয়ে মুশফিক তার ৯ম সেঞ্চুরি পেয়েছে। তাই, মুমিনুল জানে কীভাবে রান করতে হবে।‘’
চরম এই দুঃসময়ে মুমিনুল যেন নিজের প্রতি বিশ্বাস না হারান সেদিকেও নজর রাখছেন কোচ। প্রত্যেক ক্রিকেটারই বাজে সময়ের মধ্য দিয়ে যায় বলেও মন্তব্য করেন ডমিঙ্গো। এই খারাপ সময়ে মুমিনুলের পাশে থাকার ঘোষণা দিয়ে ডমিঙ্গো আরও বলেন, ‘’প্রত্যেক খেলোয়াড় ফর্ম হারায়, আত্মবিশ্বাস হারায়, বিশ্বাস হারায়। কোচের কাজ হল খেলোয়াড়দের এই সময়ে সমর্থন দিয়ে যাওয়া, এই দুঃসময় থেকে তারা যেন বেরিয়ে আসে তা নিশ্চিত করা। কারণ প্রত্যেককেই এমন সময়ের মধ্য দিয়ে যেতে হয়।‘’
রানখরায় ভুগলেও মুমিনুল হক অফ ফর্মে রয়েছেন এমনটা মানতে নারাজ ডমিঙ্গো। অনুশীলনে ব্যাট হাতে ঘাম ঝরালেও মাঠে রান পাচ্ছেন না বলেই মনে করছেন হেড কোচ। প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে রাসেল ডমিঙ্গো যোগ করেন, ‘’আমি মনে করি না সে অফ ফর্মে আছে। সে কেবল রান পাচ্ছে না। নেটে তো তাকে আমি দেখি। এমনকি আজ সকালেও দারুণ দেখাচ্ছিল। হি ইজ আউট অফ রানস, নট আউট অব ফর্ম।‘’