বাংলাদেশ ক্রিকেট

দলের জন্য দোয়া চাইলেন শরিফুল

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দল সেখানে পাড়ি জমানোর পর থেকেই রয়েছে কোয়ারেন্টাইনে। মাঝখানে একদিন অনুশীলন করার সুযোগ পেলেও শেষ পর্যন্ত আবারও তিনদিনের কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেয়া হয় গোটা দলকে।

স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসার কারনে তাকে আলাদাভাবে হাসপাতালে চিকিৎসা দেয়ার পাশাপাশি অধিনায়ক মুমিনুল হক সহ চারজনকে রাখা হয়েছিল দলের বাকি সদস্য থেকে আলাদা কোয়ারেন্টাইনে।

নতুন করে তিনদিনের কোয়ারেন্টাইনে বাংলাদেশ দলকে পাঠানো হলেও হোটেলের লবিতে কথা বলার সুযোগ মিলেছে দলের সদস্যদের। শারীরিক দূরত্ব বজায় রেখে নিজেদের মধ্যে কথাবার্তাও বলেছেন ক্রিকেটাররা। দীর্ঘ সময় পর নিজেদের মধ্যে কথাবার্তা বলার পর যেন অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন ক্রিকেটাররা।

দলের সদস্যদের সাথে কথা বলার পর স্বস্তির নিঃশ্বাস ফেলে পেসার শরিফুল ইসলাম জানিয়েছেন আরও একটি কোভিড টেস্ট করানো হবে দলের সদস্যদের। সেই রিপোর্টের ফলাফল নেগেটিভ আসলে সবাই অনুশীলন করতে পারবেন।

শরিফুলের ভাষ্য, ‘’আলহামদুলিল্লাহ্ আমাদের অনেক ভালো লাগছে। আজ আমাদের একটি কোভিড টেস্ট নিয়েছে, এটা যদি নেগেটিভ আসে তাহলে আগামীকালের পরের দিন (পরশু) আমরা অনুশীলনে যাব। এটা নিয়ে সবার মধ্যেই রোমাঞ্চ কাজ করছে।‘’

দেশের মানুষের কাছে দোয়া চেয়ে শরিফুল যোগ করেন, ‘’আমরা অনেকদিন ধরে কাজ করছি না। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন সবার রেজাল্ট নেগেটিভ আসে।‘’

নিজ দলের সদস্যদের সাথে কথা বলার সুযোগ পেয়ে অবশ্য প্রতিদিন দুই-তিনবার দেখা করেন ক্রিকেটাররা এমনটাই জানিয়েছেন এই পেসার। শরিফুল যোগ করেন, ‘’আমরা আলহামদুলিল্লাহ্ ভালো আছি। আমাদের দুইটা গ্রুপ করে দিয়েছে। আমরা প্রতিদিনই সময় করে নিচে এসে দুইতিনবার দেখা করতে পারি। সামাজিক দূরত্ব মেনে কথা বলতে পারি। তখন ভালো লাগেএকজন আরেকজনের চেহারা দেখলে।’’

নিউজিল্যান্ডের মাটিতে ফলাফল বাংলাদেশের পক্ষে কথা না বললেও এই সিরিজে ভালো করার প্রত্যাশা ব্যক্ত করেছেন শরিফুল। তিনি আরও বলেন, ‘’এবার ভালোকিছুর জন্য প্রত্যাশা করছি সবাই। ইনশাআল্লাহ্ এবার করে দেখাব ইনশাআল্লাহ্।‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button