তাসকিন আহমেদ: ‘আমরা ১১০ ভাগ দিয়ে চেষ্টা করছি’

বিশ্বকাপের সুপার টুইলভে দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ শেষে বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ জানিয়েছেন দল হিসেবে তারা ১১০ ভাগ দিয়ে অর্থাৎ সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছেন জয়ের জন্য। এই দিন ৪ ওভার বল করে ২ উইকেট তুলে নিয়ে দলের পক্ষে সবচাইতে সফল বোলার ছিলেন তাসকিন আহমেদ।
সুপার টুইলভের প্রথম ম্যাচে শ্রীলংকার সাথে ম্যাচ দিয়ে হারের বৃত্তে প্রবেশ করে বাংলাদেশ ক্রিকেট দল যা থেকে তারা এখনও বের হতে পারিনি। তাই স্বাভাবিক ভাবেই প্রতি ম্যাচের পরই বিভিন্ন ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে ক্রিকেটারদের। সাংবাদিক হতে শুরু করে সমর্থক পর্যন্ত সবার থেকেই সমালোচনা সহ্য করতে হচ্ছে দলের খারাপ পারফরমেন্সের কারনে।
কেউ যেমন প্রশ্ন তুলছে বাংলাদেশের বিশ্বকাপ দলের ক্রিকেটারদের সামর্থ্য নিয়ে, অনেকেই আবার সন্দেহ করছেন ক্রিকেটারদের ডেডিকেশন নিয়ে। তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর এ ব্যাপারে মুখ খুলেছেন বাংলাদেশ দলের অন্যতম গুরুত্বপূর্ন সদস্য তাসকিন আহমেদ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তরুণ এই পেসার বলেন, ‘আসলে দুইটা জেতা ম্যাচ যদি জিততে পারতাম তখন হয়তো অনেক কিছুই মনে হতো না। সহজ দুটি ম্যাচ হারাতে এখন সবকিছু আমাদের বিপক্ষে মনে হচ্ছে। কিছু ম্যাচে ব্যাটিং ক্লিক করেনি। কিন্তু দেখুন যেটা চলে গেছে সেটা তো ফেরত আনতে পারবো না। সামনে একটা ম্যাচ আছে যতটুকু সম্ভব সেরা ক্রিকেট খেলে দেশকে যদি একটাও জয় উপহার দিতে পারি এটাই আমাদের জন্য অনেক।’
ডানহাতি এই পেসার আরও বলেন, ‘সামনের দিনগুলো যেন ভালো যায় সেভাবেই চেষ্টা করছি। অবশ্যই কেউই তো ইচ্ছেকৃতভাবে খারাপ করে না। কিন্তু চেষ্টা করা সত্ত্বেও হচ্ছে না। আমি নিশ্চিত যে সবাই সবার জায়গা থেকে ১১০ ভাগ দিচ্ছি। তারপরও হয়নি কিছু কিছু জায়গায়। ভবিষ্যতে যেন সেগুলো কাটিয়ে উঠে শক্তিশালী হয়ে ফিরতে পারি এটাই আশাবাদী।’
নিয়মিত ক্রিকেট আপডেট পেতে আমাদের সাথে যুক্ত হোন ফেসবুকে।