
আগের ম্যাচেই হারের স্বাদ দিয়েছিল সিলেট সানরাইজার্স, ঠিক পরের ম্যাচেই মিনিস্টার ঢাকা তার দারুণ প্রতিশোধ ভালোভাবেই আদায় করে নিল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের দশম ম্যাচে আজ দ্বিতীয় খেলায় সিলেট সানরাইজার্সকে বিশাল ৯ উইকেটের ব্যবধানে হারিয়েছে ঢাকা। এই আসরে এটি ঢাকার দ্বিতীয় জয়, পঞ্চম ম্যাচে। রানবন্যার ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে সিলেট পেয়েছিল সিমন্স ও বিজয়ে মোটামুটি ভালো শুরু।
উদ্বোধনী জুটিতে সিলেট স্কোর বোর্ডে জমা করে ৫০ রান। এনামুল হক বিজয় ডিপ মিড উইকেটে কাইসের দারুন ক্যাচে বিদায় নিলে দলকে একাই টেনে নেন ক্যারিবিয়ান লেন্ডল সিমন্স। তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় ও আসরের প্রথম সেঞ্চুরি। সাজঘরে ফেরার আগে ৬৫ বলে ১১৬ রান করতে সিমন্স হাঁকান ১৪টি চার ও ৫টি বড় ছক্কা। সিলেট তাদের নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ ১৭৫ রান। এই রান তাড়া করতে হলে ওপেনিং ভালো স্টার্ট খুব দরকার ছিল আর সেটাই করে দেখালেন তামিম ইকবাল ও আফগান মোহাম্মদ শাহজাদ। প্রথম ৬ ওভারে বিনা উইকেটে ৭৪ রান পাওয়া ঢাকার রানের ক্ষুধা আরও বাড়তে থাকে। সেই ক্ষুধা মেটানোর চেষ্টা তামিমেরই বশি ছিল। ২৮ বলে পূর্ণ করেন অর্ধশতক, শতক পূর্ণ করেন ৬১ বলে। নিজের চতুর্থ টি-টোয়েন্টি শতকের দিনে তামিম হাঁকান ১৭টি চার ও ৪টি ছক্কা। জয় নিয়ে মাঠ ছাড়ার আগে করেন অপরাজিত ৬৪ বলে ১১১ রান।
জয় থেকে তিন রান দূরে থাকতে আউট হোন শাহজাদ।সাজঘরে ফেরার আগে ৩৯ বলে করেন ৭টি চার ও ১টি ছক্কা হাঁকিয়ে ৫৩ রান। তবে ঠিক পরের বলেই বাউন্ডারি হাঁকিয়ে জয় নিশ্চিত করেন তামিম। আর ঢাকা জয় পায় ৯ উইকেটের বড় ব্যবধানে।
৬৪ বলে ১৭টি চার ও ৪টি ছক্কায় গড়া নান্দনিক ইনিংসে তামিম পেয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার।
সংক্ষিপ্ত স্কোর
টস : মিনিস্টার ঢাকা
সিলেট সানরাইজার্স : ১৭৫/৫ (২০ ওভার) সিমন্স ১১৬, বিজয় ১৮, মোসাদ্দেক ১৩* কাইস ২৬/১, মাশরাফি ২৯/১, এবাদত ২৯/১
মিনিস্টার ঢাকা : ১৭৭/১ (১৭ ওভার) তামিম ১১১*, শাহজাদ ৫৩ বাবু ৩২/১
ফল : মিনিস্টার ঢাকা ৯ উইকেটে জয়ী।
-আব্দুর রহমান, টাইগারক্রিক ডেস্ক।