ক্রিকেট ফ্যাক্টবাংলাদেশ ক্রিকেট

তামিমের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে যা বললেন মাহমুদউল্লাহ

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল টি-টোয়েন্টি ফরম্যাটে দেশের হয়ে অন্তত ছয় মাস টি-টোয়েন্টি খেলবেন না এমন সিদ্ধান্ত জানিয়েছেন। এরপর আদৌ ফিরবেন কিনা তা নিয়েও রয়েছে যথেষ্ট ধোঁয়াশা। তবে জাতীয় দলে না খেললেও ঘরোয়া ক্রিকেটে সংক্ষিপ্ত ফরম্যাটে বেশ ছন্দ রয়েছেন তামিম। ইতোমধ্যে বিপিএলে একাধিক অর্ধশতকের পাশপাশি শতকেরও দেখা পেয়েছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। তামিমের সাম্প্রতিক পারফরম্যান্সের পর স্বভাবতই প্রশ্ন উঠেছে তার টি-টোয়েন্টি না খেলা নিয়ে।

এদিকে এবারের বিপিএলে তামিম ইকবাল ও জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ খেলছেন মিনিস্টার ঢাকার হয়ে। একই দলে থাকার পাশাপাশি জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্বে থাকায় মাহমুদউল্লাহর সামনে প্রশ্ন আসে তামিম ইকবাল প্রসঙ্গে। তামিমের টি-টোয়েন্টি না খেলার সিদ্ধান্ত একান্তই ব্যক্তিগত বলে মন্তব্য করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

তামিমের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘’সে তার মতামত জানিয়েছে। এটা পুরোপুরি তার ওপর। ওর ওয়ার্কলোড কীভাবে সামলাবে সেটা তার ওপর নির্ভর করছে। আমার সাথে সেভাবে কথা হয়নি। যেহেতু একটা টুর্নামেন্টের মাঝপথে আছি। আমরা যেটা জানি বোর্ডের সাথে ওর কথা হয়েছে। আমি ওর সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই।‘’

বিপিএলে করা তামিমের শতকের প্রশংসা করে মাহমুদউল্লাহ আরও বলেন, ‘’তামিম যখন ব্যাটিং করে তখন আমরা ভরসা করতে পারি। নির্দিষ্ট কিছু ওভারকে টার্গেট করে। সে জানে কীভাবে তার ইনিংস গড়ে তুলতে হবে। যখন সেঞ্চুরিটা করল, আমি অনেক দিন পর এত দুর্দান্ত একটা ইনিংস দেখতে পেয়েছি। এটা আউটস্ট্যান্ডিং নক ছিল।‘’

তামিমের শতক প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ যোগ করেন, ‘’খুব বেশি ওরকম কিছু চেষ্টা করেনি। ওর স্ট্রং জোনে ছিল, শেপে ছিল। প্রপার বল পেয়েছে, সেটা কাজে লাগিয়েছে। আজকেও তামিম দারুণ শুরু এনে দিয়েছে। অনেক ভালো ব্যাটিং করছে। খুব ভালো ফর্মে আছে।‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button