ফ্র্যাঞ্চাইজি লীগবিপিএল

ডিআরএস না থাকায় হতাশা প্রকাশ সাকিবের

বিপিএলের অষ্টম আসর শুরু হতে যাচ্ছে ২১ জানুয়ারি থেকে। টুর্নামেন্ট শুরুর আগেই নানা আলোচনা সৃষ্টি হয়েছে বিপিএলের বিভিন্ন ইস্যু নিয়ে। যার মধ্যে অন্যতম একটি হল ডিসিসশন রিভিউ সিস্টেম বা ডিআরএস।

মাঠে আম্পায়ারদের চোখ এড়িয়ে যাওয়া সিদ্ধান্ত কিংবা আম্পায়ারদের ভুল সিদ্ধান্তের রিভিউ নিয়ে ক্রিকেটাররা মাঠে ডিআরএস এর সুবিধা কাজে লাগাতে পারলেও এবারের বিপিএলে থাকছে না ডিআরএস। বোর্ডের পক্ষ থেকে কারণ হিসেবে জানানো হয়েছে কোভিড পরিস্থিতির কারনে ডিআরএস টিম আসছে না বাংলাদেশে। ফলে টুর্নামেন্টেও থাকছে না এই প্রযুক্তির ব্যবহার।

এদিকে বিপিএলে ডিআরএস থাকা নিয়ে মুখ খুলেছেন সাকিব আল হাসান। ফরচুন বরিশালের হয়ে বিপিএল মাতাতে যাওয়া সাকিব জানিয়েছেন বিপিএলে ডিআরএস না থাকাটা হতাশাজনক। তবে বোর্ডের পক্ষ থেকে চেষ্টা চালিয়েও না আনতে পারায় মানিয়ে নিয়েই খেলতে হবে বলেও মনে করেন এই অলরাউন্ডার।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) ফরচুন বরিশালের জার্সি উন্মোচনকালে সাকিব বলেন, ‘’আমাদের দলের কম্বিনেশন অনেক ভালো। এখন আমরা আমাদের কোনো সমস্যা দেখছি না। খেলা শুরু হলে সমস্যাগুলো খুঁজে বের করব। তখন সেগুলো কাটিয়ে উঠার চেষ্টা করব।‘’

ডিআরএস প্রসঙ্গে বলতে গিয়ে তিনি যোগ করেন, ‘’যে প্রযুক্তিটা ব্যবহার হচ্ছে সেটা খুব বেশি দিন আসেনি আন্তর্জাতিক ক্রিকেটে। যদি থাকত অবশ্যই ভাল হত। না থাকাটা একটু হতাশার। কিন্তু আমার ধারণা বিসিবি তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে। আপনারা যদি বিসিবির সিইওর ইন্টারভিউ দেখে থাকেন তারা আইসিসি পর্যন্ত চেষ্টা করেছে ডিআরএসটা আনার। যেহেতু সম্ভব হয়নি এটা নিয়ে কথা বলার আর কিছু নেই।‘’

সর্বশেষ ডিপিএলে দেখা দিয়েছিল নানা বিতর্কের। আম্পায়ারিং নিয়ে বিভিন্ন অভিযোগ কিংবা সাকিবের প্রতিবাদ সবই ছিল চোখে পড়ার মত। তবে বিপিএলে সব বিতর্ক ছাপিয়ে ভালো একটি টুর্নামেন্ট হবে বলে মনে করছেন সাকিব। তিনি যোগ করেন, ‘’আমার কাছে মনে হয় খুব ভাল একটা ফেয়ার টুর্নামেন্ট হবে। যেখানে সেরা দলটাই জিতবে।‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button