ক্রিকেট ফ্যাক্ট

টেস্ট সিরিজ শুরুর আগে বড় দুঃসংবাদ বাংলাদেশ দলে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ শুরুর আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ দল। চোটে পড়েছেন মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলি রাব্বি। ফলে ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে যেতে হল এই ব্যাটারকে।

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজ শুরু হবে ১৬ জুন থেকে। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের আগে বাংলাদেশ দল মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে।

তিনদিনের ওই প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে মাঠে নামলেও পুরো সময় জুড়ে খেলতে পারেননি তিনি। রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। পিঠে চোট নিয়ে মাঠ ছেড়ে যাওয়া ইয়াসির আলি রাব্বিকে পর্যবেক্ষণে রাখার পর জানা গেছে সাদা পোশাকের সিরিজে মাঠে নামতে পারবেন না তিনি।

বিসিবির পক্ষ থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে আজ (১৪ জুন) জানানো হয়েছে রাব্বির ছিটকে যাওয়ার কথা। ইয়াসির পরবর্তী অন্তত দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকবেন এমনটা জানিয়েছেন বিসিবির ফিজিও বায়েজিদ ইসলাম।

বায়েজিদ বলেন, ‘’এসব চোট সারিয়ে তুলতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে। তাই সে টেস্ট সিরিজে থাকছে না।‘’

ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন আরেক অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। তার পরিবর্তে মিডল অর্ডারে বিকল্প ভাবা হচ্ছিল ইয়াসির আলি রাব্বিকেই। তাকে নিয়েই পরিকল্পনাও সাজিয়েছিল টিম ম্যানেজমেন্ট। তবে শেষ মুহূর্তে তার ছিটকে যাওয়া দলের পরিকল্পনা ভেস্তে দিল অনেকটা। তবে তার বিকল্প হিসেবে মূল একাদশে দেখা যেতে পারে মোসাদ্দেক হোসেন সৈকতকে।

এক নজরে দেখে নেয়া যাক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ দলের একাদশ।

সাকিব আল হাসান (অধিনায়ক), মুমিনুল হক, তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, এবাদত হোসেন, রেজাউর রহমান রাজা, মোস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button