ক্রিকেট ফ্যাক্ট

টেস্ট র‍্যাংকিংয়ে উন্নতি জয়ের, অবনতি মুশফিক মুমিনুল লিটনের

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তাদের টেস্ট র‍্যাংকিং হালনাগাদ করেছে। বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শেষে র‍্যাংকিং হালনাগাদ করেছে আইসিসি। যেখানে বাংলাদেশ দলের লিটন দাস, মুশফিকুর রহিম ও মুমিনুল হকের অবনতি হয়েছে। তবে উন্নতি হয়েছে তরুণ ব্যাটার মাহমুদুল হাসান জয়ের।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট হাতে ১৩৭ রানের ঝলমলে ইনিংস খেলেছেন জয়। টেস্ট ক্যারিয়ারের প্রথম শতক হাঁকিয়ে তরুণ এই ওপেনার উন্নতি করেছেন ৩৭ ধাপ। জয়ের বর্তমান অবস্থান সেরা ব্যাটারদের তালিকায় ৬৬ নম্বরে। তার নামের পাশে রয়েছে ৪৭২ রেটিং পয়েন্ট।

দলের তরুণ ব্যাটার জয়ের উন্নতি হলেও অবনতি হয়েছে দলের অভিজ্ঞ ব্যাটারদের। মুশফিকুর রহিম, অধিনায়ক মুমিনুল হক এবং লিটন দাস এই তিনজনেরই অবনতি হয়েছে।

লিটন দাস প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট হাতে ৪১ রানের ইনিংস খেললেও দ্বিতীয় ইনিংসে ব্যর্থ ছিলেন তিনি। ফলে ১৩ নম্বর অবস্থান থেকে লিটন দাস নেমে গেছেন ১৭ নম্বরে। ডানহাতি এই ব্যাটারের নামের পাশে রয়েছে ৬৬২ রেটিং পয়েন্ট।

অবনতি হয়েছে অধিনায়ক মুমিনুল হকেরও। সাম্প্রতিক সময়ে খুব বেশি ফর্মে না থাকা এই ব্যাটার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে দুই ইনিংসেই ছিলেন ব্যর্থ। ফলে তার অবনতি হয়েছে ১২ ধাপ। সেরা ব্যাটারদের তালিকায় মুমিনুল এখন অবস্থান করেছেন ৪৫ নম্বরে। তার নামের পাশে রয়েছে ৫৫১ রেটিং পয়েন্ট।

অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ব্যাট হাতে ব্যর্থ ছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম সেরা ব্যাটারদের তালিকায় ছিলেন ২১ নম্বরে। তবে প্রথম ম্যাচে ব্যর্থ হওয়া মুশফিক পিছিয়েছেন সাত ধাপ। মুশফিকুর রহিম এখন অবস্থান ক্রছেন ২৮ নম্বরে।

প্রোটিয়াদের বিপক্ষে বল হাতে সফল ছিলেন মেহেদি হাসান মিরাজ। দুই ইনিংসে ৬ উইকেট তুলে নেয়া মিরাজ সেরা ব্যাটারদের তালিকায় এগিয়েছেন চার ধাপ। মিরাজ এখন অবস্থান করছেন ৩১ নম্বরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button