আন্তর্জাতিক ক্রিকেটক্রিকেট ফ্যাক্ট

টেস্ট ক্রিকেটে বিতর্কিত ৫টি ঘটনা

ক্রিকেট খেলাকে ভদ্রলোকের খেলা বলেই আখ্যা দেয়া হয়। ক্রিকেটের দীর্ঘ এই যাত্রায় অগণিত ভদ্রতার পরিচয় থাকার পাশাপাশি আছে টেস্ট ক্রিকেটে বিতর্কিত অনেক ঘটনাও। মাঠে প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের সাথে খেলোয়ারসুলভ আচরণ দর্শকদের মনও জয় করেছে অসংখ্যবার। তবে শুধু খেলোয়াড়সুলভ আচরণই নয় বিপত্তিও বাধতে দেখা যায় অনেক সময়। এবার দেখে নেয়া যাক টেস্ট ক্রিকেটের বিতর্কিত ৫টি ঘটনা যেগুলো এখনও রয়েছে আলোচনায়
১। ভারত বনাম অস্ট্রেলিয়া (২০০৮)
ভারতীয় ক্রিকেটাররা যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামে তখন কিছুটা বাড়তি উত্তেজনা দেখা যায় ক্রিকেটার থেকে শুরু করে দর্শকদের মধ্যে। ২০০৮ সালে টিম ইন্ডিয়া যখন অস্ট্রেলিয়া সফর করে তখন সেই সফরে প্রথম টেস্ট ম্যাচে হেরে কিছুটা ব্যাকফুটে ছিল ভারত। দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে ভারতের করা ৪৫১ রানের জবাবে অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে বিপাকে পরে। অষ্টম উইকেট জুটিতে অ্যান্ড্রু সাইমন্স ও ব্রেটলির জুটি যখন ১০০ রান পার করে ফেলে তখন বোলিংয়ে ছিলেন টিম ইন্ডিয়ার হরভজন সিং। স্ট্রাইকপ্রান্তে ব্রেটলি থাকলেও ননস্ট্রাইকপ্রান্তে ছিলেন সাইমন্স। তখন বল করার আগমুহূর্তে হরভজন সাইমন্সকে ‘মাংকি’/বানর বলে কটুক্তি করেন। এরপর দুই দলের ক্রিকেটাররা মিলে ব্যাপারটি মাঠেই মীমাংসা করলেও হরভজনের এমন স্লেজিং শুনতে পেরেছিলেন আম্পায়ার। শাস্তি হিসেবে হরভজনকে ৩ ম্যাচ নিষিদ্ধ করেছিল আইসিসি।
২। পাকিস্তান বনাম ইংল্যান্ড (২০০৬)
২০০৬ সালে পাকিস্তান দলের ইংল্যান্ড সফরে নতুন বিতর্কের জন্ম হয়। সিরিজের চতুর্থ ম্যাচের প্রথম ইনিংসে পাকিস্তান দল যখন ৩৩১ রান করে তখন ঠিক চা বিরতির আগে আম্পায়ার ড্যারেল হায়ার পাকিস্তানের বিপক্ষে বল টেম্পারিংয়ের অভিযোগ আনেন। এসময় এর দায়ে ইংল্যান্ডকে ৫ রান পেনাল্টি হিসেবে দেন এবং নতুন বলে বল করতে বলা হয় পাকিস্তানকে। আম্পায়ারের এমন কাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছিল গোটা পাকিস্তান দল। মাঠ ছেড়ে সকল ক্রিকেটার চলে যান। এরপর আম্পায়ার ২০ মিনিট পর্যন্ত অপেক্ষা করে ইংল্যান্ডকে জয়ী ঘোষণা করে যখন ইংল্যান্ডের রান ছিল ৪ উইকেট হারিয়ে ২৯৮। পাকিস্তান দল অবশ্য ২৫ মিনিট পর মাঠে এসেছিল। কিন্তু ততক্ষণে ইংল্যান্ডকে জয়ী ঘোষণা করা হয় ম্যাচে। এখানেই শেষ নয় আম্পায়ার ড্যারেলের একটি ই-মেইল ফাঁস হয়েছিল কিছুদিন পর। যেখানে তিনি আইসিসির কাছে মোটা অংকের টাকা দাবি করেছিলেন অবসরে যাওয়র জন্য।
৩। অস্ট্রেলিয়া বনাম ভারত (২০২০)
২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের পর ২০২০ সালে এসে আবারও অস্ট্রেলিয়া সফরে যায় টিম ইন্ডিয়া। টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে টিম ইন্ডিয়া ৩৬ রানে অলআউট হবার ম্যাচে অজিরা জিতে নিয়েছিল ৮ উইকেটের বড় ব্যবধানে। পরের ম্যাচে মাঠে নামার আগে রোহিত শর্মা, শুভম্যান গিল, ঋষভ পন্থ, নবদিপ শাইনি এবং পৃথ্বী শ বায়ো বাবল ভেঙে বিতর্কে জড়ান। একটি রেস্টুরেন্টে খেতে গেলে এক ভক্ত তাদের বিল দেন এবং ক্রিকেটারদের জড়িয়ে ধরেন বলে বিতর্কের সৃষ্টি হয়। তৃতীয় ম্যাচে মাঠে নামার পর জাসপ্রিত বুমরাহ এবং মুহম্মদ শিরাজকে গ্যালারি থেকে দর্শকরা বর্ণবাদী আচরন করে বলে আম্পায়ারের কাছে অভিযোগ জানান। শুধু তাই নয় এই সিরিজে স্টিভেন স্মিথের বিরুদ্ধে ঋষভ পন্থের ব্যাটিংয়ের গার্ড মুছে দেয়ার ঘটনাও বিতর্কের সৃষ্টি করে।
৪। দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া (২০১৮)
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অজিরা দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমানোর পর সিরিজের তৃতীয় ম্যাচে এসে বল টেম্পারিংয়ের অভিযোগ ওঠে অজি ক্রিকেটার ক্যামেরন ব্যানক্রফটের বিরুদ্ধে। বলের বধ্যে স্কচটেপ জাতীয় একটা কিছু দিয়ে বলের আকার পরিবর্তন করার সময় তা ধরা পড়ে ক্যামেরায়। এরপর আরও বড় তথ্য বেরিয়ে আসে। যেখানে জানা যায় বল টেম্পারিংয়ের সাথে জড়িত আছেন স্টিভেন স্মিথ এবং ডেভিড ওয়ার্নার। এমন কাণ্ডের জন্য স্মিথ এবং ওয়ার্নারকে দেয়া হয়েছিল এক বছরের নিষেধাজ্ঞা। এছাড়া ব্যানক্রফটে নিষিদ্ধ করা হয়েছিল ৯ মাসের জন্য।
৫। নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ (১৯৮০)
১৯৮০ সালে ক্যারিবিয়ান দল নিউজিল্যান্ড সফরে গেলে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে যখন নিউজিল্যান্ড ব্যাটিং করছিল তখন ওয়েস্ট ইন্ডিজের বোলার মাকেএল হোল্ডিংয়ের করা একটি বল ব্যাটসম্যান জন পার্কারের গ্লাভসে লেগে স্লিপে ক্যাচ চলে যায়। এই ক্যাচটি লুফে নিয়েছিলেন ড্যারাক মারি। ব্যাটসম্যান পার্কারও নিজেকে আউট মেনে নিয়ে যখন ক্রিজ ছাড়ছিলেন তখন আম্পায়ার জন হাস্টি পার্কারকে জানান তিনি আউট হননি। আম্পায়ারের এমন সিদ্ধান্তের প্রতিবাদে স্ট্যাম্পকে লাথি মেরে ভেঙে ফেলেছিলেন হোল্ডিং। সিরিজের দ্বিতীয় ম্যাচে আবারও একই ঘটনা দেখা যায়। হওয়ার্থ ৬৮ রানে ব্যাটিং করার সময় একটি বল স্লিপে ক্যাচ নিলে তখন আম্পায়ার গডেল আউট দেননি। তখন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা মাঠ ছেড়ে প্রায় ১২ মিনিট বাইরে ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button