আন্তর্জাতিক ক্রিকেটক্রিকেট ফ্যাক্ট

টেস্টের এক ইনিংসে যে চারটি দলের ১১ জনের সবাই বল করেছিলেন

ক্রিকেট মানেই যেন রেকর্ড ভাঙা-গড়ার খেলা। কোনো ব্যাটসম্যান নতুন নতুন রেকর্ড করছেন আবার কেউ তা ভাঙছেন। কখনও একজন নতুন রেকর্ড তৈরি করে স্থায়ী হয়ে থাকেন ইতিহাসের পাতায় আবার কখনও তা স্থায়ী হয় অল্প কিছু সময়। তবে এবার জেনে নেয়া যাক এমনই একটি রেকর্ডের কথা যেখানে দলের ১১ জন ক্রিকেটারই বল করেছিলেন।

টেস্ট ক্রিকেটের এক ইনিংসে দলের ১১ জন ক্রিকেটারই বল করেছিলেন চারটি দলের। সেই চারটি দল কোনগুলো তা এবার দেখে নেয়া যাক।

১। অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড (১৮৮৪ সাল)

১৮৮৪ সালে ইংল্যান্ড সফরে টেস্ট ক্রিকেট খেলতে যায় অজিরা। সেই সফরের তৃতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ব্যাট করে সংগ্রহ করে ৫৫১ রান। অজি ব্যাটসম্যানরা যখন মাটি কামড়ে ক্রিজে সেট হয়ে ইংলিশ বোলারদের ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন তখন ইংলিশ অধিনায়ক লর্ড হ্যারিস দলের ১১ জনকে দিয়েই বল করান। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া ৫৫১ রানে থেমে গেলেও ক্রিকেট ইতিহাসে দলের ১১ জন ক্রিকেটারই বল করার রেকর্ড প্রথমে ছিল এটাই।

২। পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া (১৯৮০ সাল)

১৯৮০ সালে গ্রেগ চ্যাপেলের নেতৃত্বে অস্ট্রেলিয়া দল পাকিস্তান সফরে যায়। টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাটিং করে অজিরা সংগ্রহ করেছিল ৬১৭ রান। অজিদের এই রানের জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান দলও ধৈর্য্যের পরীক্ষা দেয়।

অজি অধিনায়ক চ্যাপেল অবশ্য দলের ১১ জনকেই বোলিংয়ে আনেন পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভাঙার জন্য।

তবে শেষ পর্যন্ত পাকিস্তান দলের ইনিংস থেমেছিল ২ উইকেট হারিয়ে ৩৮২ রানে। অস্ট্রেলিয়ার হয়ে এই ম্যাচে ২৩৫ রানের ইনিংস খেলেছিলেন চ্যাপেল। এছাড়া গ্রাহাম ইয়ালোপ খেলছিলেন ১৭২ রানের ইনিংস। বিপরীতে পাকিস্তান দলের ওপেনার তাসলিম আসিফ খেলেছিলেন ২১০ রানের অপরাজিত ইনিংস ও অধিনায়ক জাবেদ মিয়াদাদ খেলেছিলেন অপরাজিত ১০৬ রানের ইনিংস।

৩। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (২০০২ সাল)

২০০২ সালে টিম ইন্ডিয়া ক্যারিবিয়ান সফরে যায়। ওই সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতের হয়ে সেঞ্চুরি হাঁকান ভিভিএস লক্ষ্মণ এবং অজয় রাত্র। লক্ষ্মণের ব্যাট থেকে এসেছিল ১৩০ রানের ইনিংস এবং অজয় অপরাজিত ছিলেন ১১৫ রানে। টিম ইন্ডিয়া নিজেদের প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ৫১৩ রানে ইনিংস ঘোষণা করে।

জবাবে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা সমানতালে জবাব দেন। অধিনায়ক কার্ল হোপার ও রিডলি জেকসের পাশাপাশি অপরাজিত সেঞ্চুরি হাঁকান শিবনারায়ন চন্দরপল। তিন সেঞ্চুরিতে ভর করে ক্যারিবিয়ানরা ৯ উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করেছিল ৬২৯ রানে। এই ম্যাচে টিম ইন্ডিয়ার অধিনায়ক সৌরভ গাঙ্গুলি দলের ১১ জনকে দিয়েই বল করিয়েছিলেন।

৪। দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ (২০০৫ সাল)

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৬ উইকেট হারিয়ে ৫৮৮ রানে ইনিংস ঘোষণা করে। জবাবে প্রথম ইনিংসে ক্যারিবিয়ানরা করে ৭৪৭ রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই ম্যাচের প্রথম ইনিংসে গেইল করেছিলেন ৩১৭ রান।

ক্যারিবিয়ানদের বিপক্ষে এই ম্যাচের প্রথম ইনিংসে প্রোটিয়া অধিনায়ক গ্রায়াম স্মিথ দলের গোটা ১১ জনকে দিয়েই বল করিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা ১ উইকেট হারিয়ে ১২৭ রান করার পর অবশ্য ম্যাচটি ড্র হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button