ক্রিকেট বিশ্বকাপবাংলাদেশ ক্রিকেট

টানা ৫ পরাজয়ে বিশ্বকাপ শেষ করলো টাইগাররা

সুপার টুয়েলভের টানা ৫ পরাজয়ে বিশ্বকাপ শেষ করলো টাইগাররা

মিরপুরে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে বিশ্বকাপে মানসিক শক্তিশালি হয়ে বিশ্বকাপ খেলতে আসে টাইগাররা। বিশ্বকাপ বাছাই পর্বে ৩ টি ম্যাচে ওমান, স্কটল্যান্ড এবং পাপুয়া নিউগিনির সাথে ম্যাচ খেলে টাইগাররা।

তবে,প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হারলেও ওমান ও পাপুয়া নিউ গিনির সাথে জিতে সুপার টুয়েলভে গ্রুপ ১ এ খেলার সুযোগ পায় বাংলাদেশ। প্রথম ম্যাচেই জেতা ম্যাচ হেরে সুপার টুয়েলভের শুরুটা ভালো ছিলোনা বাংলাদেশের। শ্রীলঙ্কার সাথে সেই ম্যাচে টাইগারদের বরন করতে হয় ৫ উইকেটের পরাজয়।

পরের ম্যাচে ছিলো কঠিন প্রতিপক্ষ ইংল্যান্ড। সেই ম্যাচে ১২৪ রানে গুটিয়ে যায় মাহমুদুল্লাহর দল। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেটের বিশাল পরাজয় বরন করে বাংলাদেশ। ২ ম্যাচ হারের পর সেমি ফাইনালে খেলার আশা টিকিয়ে রাখতে ২৯ অক্টোবর উইন্ডীজের বিপক্ষে খেলতে নামে টাইগাররা। উইন্ডিজের দেয়া ১৪২ রান তারা করতে নেমে ১৩৯ রান করে বাংলাদেশ। ফলে ৩ রানের এক শাসরুদ্ধকর পরাজয় মেনে নিতে হয় টাইয়াগারদের। তবুও কাগজে কলমে বাংলাদেশের সেমি ফাইনালে খেলার স্বপ্ন টা রয়ে যায় অল্পখানি।

[আরও পড়ুন: সাকিব আল হাসানের ক্যারিয়ারের ৭টি সমালোচিত ঘটনা]

তবুও ২ নভেম্বর সাউথ আফ্রিকার বিরুদ্ধে বড় জয় পেতে মাঠে নামে রিয়াদের দল। কিন্তু সেই ম্যাচে ব্যাটসম্যানদের ব্যার্থতায় মাত্র ৮৪ রানে গুটিয়ে যায় টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেটের জয় পায় দক্ষিন আফ্রিকা। কাগজে কলমে সেমিতে খেলার স্বপ্নটাও ফুরিয়ে যায় সেই পরাজয়ে। ফলে বাকি ১ ম্যাচে ১ টি জয় নিয়ে ফেরার লক্ষ্যে আজ (৪ নভেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামে রিয়াদ বাহিনী।

এই ম্যাচটিতে শতভাগ সেরাটা দেয়ার কথা থাকলেও ব্যাটসম্যান দের ব্যার্থতায় মাত্র ৭৮ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে শুরু থেকেই ঝড় তুলে ওয়ার্নার এবং ফিঞ্চ। তারপর ওয়ার্নার ও ফিঞ্চ কে আউট করলেও মিচেল মার্শ মাত্র ৬.২ ওভারে খেলা শেষ করে দেয়। এতে রিয়াদ্দের বরন করে নিতে হয় এক বিশাল পরাজয়।

এবারের বিশ্বকাপে ব্যার্থ টিম টাইগার। সুপার টুয়েলভে পর পর ৫ পরাজয়ে ০ জয় হাতে নিয়ে ফিরতে হচ্ছে দেশে। বিশ্বকাপটি হয়ে থাকবে টাইগারদের জন্য এক কলঙ্কময় অধ্যায়। তবে এই পার্ফমেন্স এর ইতি টেনে আগামীতে আরো ভালো করার লক্ষ্য থাকবে টাইগারদের।

নিয়মিত ক্রিকেট আপডেট পেতে আমাদের সাথে যুক্ত হোন ফেসবুকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button