টাইগার পেসারদের বিশ্বমানের হয়ে ওঠার টোটকা দিলেন তাসকিন আহমেদ

যেকোনো সময়ের থেকে বাংলাদেশ দলের বর্তমান পেস বোলিং আক্রমণ ভাগ নিঃসন্দেহে সেরা। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও এবাদত হোসেনদের নিয়ে গড়া টাইগারদের বোলিং বিভাগ বিশ্বের যেকোনো দলকে যে চ্যালেঞ্জ নাতে পারে তার প্রমান মিলেছে ইতোমধ্যেই। ঘরের মাঠ কিংবা বিদেশ যেখানেই যাক না কেন পেসাররা দাপট দেখিয়ে যাচ্ছেন নিয়মিতই।
টাইগারদের বর্তমান পেস বোলিং ইউনিট বিশ্বমানের হয়ে ওঠার সামর্থ্য রয়েছে বলে মনে করেন পেসার তাসকিন আহমেদ। বিশেষ করে গত কয়েক বছরে অন্তত এমন ইঙ্গিত মিলেছে পেসারদের পারফরম্যান্সের পর।
তাসকিন আহমেদ বলেন, ‘’গত ২ বছর ধরে আমরা ফাস্ট বোলার প্রত্যেকে কষ্ট করছি এবং আমাদের উন্নতি হচ্ছে। আরও উন্নতি করতে হবে। আমরা চাই দলের সবাই যেন বিশ্বমানের বোলার হতে পারি। সেই সামর্থ্যও আমাদের আছে।‘’
প্রতিপক্ষ দলকে স্বল্প রানে আটকে রাখতে বোলিং বিভাগে একটি ইউনিট হিসেবে কাজ করতে হয় বলে মনে করেন তাসকিন। যেখানে টাইগার পেসাররা সফলতার ছাপ রাখছে বলেও জানান ডানহাতি এই গতি তারকা। ধারাবাহিকতা ধরে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তাসকিন আরও বলেন, ‘’আমরা ইউনিট হিসেবে কাজ করছি। কোচরাও অনেক সাহায্য করছেন। আল্লাহ যদি আমাদের সুস্থ রাখেন, ধারাবাহিকভাবে এগোতে পারি তাহলে অবশ্যই ভালো কিছু করব বলে আশা করছি।‘’
বিশ্বমানের পেসার হয়ে উঠতে হলে যেকোনো উইকেটেই ভালো বল করতে হবে বলেও অভিমত তাসকিনের। ধীরে ধীরে সব কৌশল রপ্ত করার দিকে মনোযোগ দেয়ার কথা জানিয়ে তাসকিন যোগ করেন, ‘’বড় বোলার হতে হলে কোন পিচে কীভাবে বোলিং করতে হয় সেটা আমাকে জানতে হবে। আগের থেকে একটু শিখেছি, তবে আরও অনেক কিছু জানতে হবে, শিখতে হবে। আরও অনেক স্কিলফুল হতে হবে। পিচ বা কন্ডিশন কখনই আমাদের নিয়ন্ত্রণে নেই। তাই এটা নিয়ে অজুহাত দিলে হবে না। যেকোনো কন্ডিশনে মানিয়ে নিয়ে ভালো করার সামর্থ্য থাকতে হবে। সেটার চেষ্টাই করছি।‘’