বাংলাদেশ ক্রিকেট

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, বাদ পড়লেন মুস্তাফিজ-শরিফুল

দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের সাথে প্রথম টি-টুয়েন্টিতে টাইগাররা জয় পেলেও ঘাম ঝড়িয়ে জিততে হয়েছে দুর্বল আর-আমিরাতের সঙ্গে। আজ (২৭ সেপ্টেম্বর, ২০২২) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আরব-আমিরাতকে হোয়াইট-ওয়াশ করে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে সোহানবাহিনী।

দুবাইয়ে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক আরব আমিরাতের মুখোমুখি হয়েছে সফরকারী বাংলাদেশ। ম্যাচে টস ভাগ্য এসেছে আরব আমিরাতের পক্ষে। আগের ম্যাচের মতো এই ম্যাচেও টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক দল।

এই ম্যাচে বাংলাদেশের একাদশে এসেছে দুটি পরিবর্তন। দুটি পরিবর্তনই পেস ইউনিটে। একাদশে জায়গা হারিয়েছেন মুস্তাফিজুর রহমান। গত ম্যাচে ভালো করলেও বিশ্বকাপের মূল স্কোয়াডে না থাকা পেসার শরিফুল ইসলামকেও যেতে হয়েছে একাদশের বাইরে।

তবে দ্বিতীয় ম্যাচে মুস্তাফিজ ও শরিফুলের জায়গায় সুযোগ পেয়েছেন বিশ্বকাপ দলে থাকা দুই পেসার তাসকিন আহমেদ এবং এবাদত হোসেন। আজকের ম্যাচে জিতলে ২-০ ব্যাবধানে সিরিজ জিতবে বাংলাদেশ। তবে পরাজিত হলে ১-১ এ সমতায় শেষ হবে সিরিজটি। তাই সিরিজ জিতে ট্রফি নিয়েই দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশ।

একনজরে দুই দলের একাদশ সংযুক্ত আরব আমিরাত :

আরব-আমিরাত: মোহাম্মদ ওয়াসিম, চিরাগ সুরি, রিজওয়ান সিপি (অধিনায়ক), বৃত্ত অরবিন্দ, জুনাইদ সিদ্দিকি, বাসিল হামিদ, আলিশান জাওয়ার ফরিদ, সাবির আলী, কার্তিক মেইয়াপ্পান, আরিয়ান লাকরা ও আয়ান খান।

বাংলাদেশ: মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলী চৌধুরী, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও তাসকিন আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button