ক্রিকেট ফ্যাক্ট

চট্টগ্রাম টেস্টে সাকিবকে না পাওয়ায় হতাশ পাপন

গত দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে সাকিবের সার্ভিস পায়নি দল। পারিবারিক জটিলতায় শেষ পর্যন্ত সাকিবের সার্ভিস ওই সিরিজে মিস করলেও ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজে তাকে পাওয়া যাবে এমন প্রত্যাশা ছিল সবার। সবকিছু ঠিকঠাকভাবে চললেও শেষ মুহূর্তে বেধেছে বিপত্তি। যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেই কোভিড পজিটিভ হয়েছেন সাকিব আল হাসান।

লঙ্কানদের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে সাকিবকে না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। সাকিব একাদশে থাকলে দলে থাকলে ভারসাম্য করা কিছুটা সহজ হলেও তার ছিটকে যাওয়ায় কপালকেই দুষছেন পাপন।

সাকিবকে নিয়ে পাপনের ভাষ্য, ‘’আমাদের এখন একজন ব্যাটসম্যান কম নিয়ে খেলতে হবে অথবা একজন বোলার কম নিয়ে খেলতে হবে সাকিব না থাকায়। এটা একটা সমস্যা কিন্তু এখানে কিছু বলার নেই, কিছু করারও নেই। আমাদের কপাল খারাপ যে ওকে আমরা পাচ্ছি না। আমাদের যখন দরকার হয় তখন আমরা তাকে পাই না। এখন একমাত্র আমরা প্রত্যাশা করতে পারি যে সে সুস্থ হোক।‘’

সাকিবের একাদশে না থাকা দলের জন্য বড় ধাক্কা মনে করছেন পাপন। তিনি যোগ করেন, ‘’কালকে আমার সঙ্গে কথা হয়েছে, বলেছে ও এখন ভালো। ওর না থাকাটা তো অবশ্যই দলের জন্য বড় একটা ধাক্কা। এই কারণে যে শ্রীলঙ্কা অনেক শক্তিশালী দল।‘’

সাদা পোশাকে বাংলাদেশ দল এখনও অনেকটাই পিছিয়ে তা আর বলার অপেক্ষা রাখে না। তবে ঘরের মাঠে লঙ্কা বধ কিছুটা হয়ত সহজ হতে পারত সাকিবের উপস্থিতিতে। লঙ্কানদের হারানোর এই সুযোগটা এখনও রয়েছে বলে মনে করেন বিসিবি বস।

পাপন বলেন, ‘’টেস্টে তো আমরা অনেক দুর্বল আছি। তো সে কারণে এটা একটা বিরাট সুযোগ ছিল আমাদের, এবং এখনো আছে। তো দেখা যাক সাকিবের জায়গায় যে আসবে সে নিজেকে প্রমাণ করতে পারবে এটাই আমরা আশা করছি।‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button