ফ্র্যাঞ্চাইজি লীগবিপিএল

চট্টগ্রামে রানে ফেরার লড়াইয়ে মুশফিক

সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টিতে ছন্দে নেই মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ম্যাচে রানের দেখা পেলেও বাকি ম্যাচগুলোতে যেন হাসেনি তার ব্যাট। ঘরোয়া ক্রিকেটের আসর বিপিএলে এসেও রানখরা মুশফিকের ব্যাটে।

এখন পর্যন্ত খুলনা টাইগার্স দুই ম্যাচ খেলে ফেললেও অভিজ্ঞ এই ব্যাটসম্যান নামের প্রতি সুবিচার করেত পারেননি এক ম্যাচেও। মিরপুরের স্লো উইকেট এর জন্য বড় ভূমিকা পালন করলেও মুশফিকের ভাবনা জুড়ে কেবলই রানে ফেরা।

ঢাকা ছেড়ে বিপিএল শুরু হতে যাচ্ছে চট্টগ্রামে। চট্টগ্রামের উইকেটে রানের দেখা মিলবে ব্যাটে এমন আশায় বুক বাধছেন মুশফিক। সেই সাথে টপ অর্ডারে বড় স্কোর করে দলের জন্যও অবদান রাখতে মুখিয়ে আছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

মুশফিক বলেন, ‘’অবশ্যই সবারই চেষ্টা থাকে ম্যাচে অবদান রাখার। আশা করছি তাড়াতাড়ি যেন বড় রান করতে পারি। রান করার চেয়ে গুরুত্বপূর্ণ যাতে জয়ে ফিরতে পারে। টপ অর্ডারে যেহেতু খেলি, পরবর্তীতে সুযোগ আসলে অবশ্যই চেষ্টা করব যেন বড় রান করতে পারি এবং তাঁতে দল যেন লাভবান হয়। কাল থেকে এটাই আমার মূল লক্ষ্য।‘’

এদিকে টুর্নামেন্ট শুরু আগে কোভিড পজিটিভ হওয়া সৌম্য সরকার নেগেটিভ হয়ে যোগ দিয়েছেন দলের সাথে। তাকে পেয়ে স্বভাবতই নিজেদের ব্যাটিং বিভাগে বাড়তি শক্তি পাবে দলটি। মুশফিকের মতে টপ অর্ডারে ভালো কিছুই করে দেখাবেন সৌম্য সরকার। সেই সাথে গত দুই ম্যাচে তাকে মিস করেছেন বলেও জানান খুলনা টাইগার্সের অধিনায়কের দায়িত্বে থাকা মুশফিক।

তিনি যোগ করেন, ‘’প্রথম দুই ম্যাচে তাঁকে না পাওয়াটা আমাদের দলের জন্য বড় ধাক্কা ছিল। কারণ তো শুধু ব্যাটিংয়েই না স্লিপ আউটফিল্ডেও দারুণ একজন ফিল্ডার। আমরা অবশ্যই তাঁকে মিস করেছি। সবকিছু ঠিকঠাক থাকলে যদি কালকের ম্যাচে খেলে তাহলে আশা করছি যে কারণে আমরা তাঁকে নিয়েছি, সেই ইমপ্যাক্ট যেন রাখতে পারে এবং আশা করছি আমাদের টপ অর্ডারে ভালো ইনপুট দিতে পারবে।‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button