চট্টগ্রামকে শেষ চারে তুললেন উইল জ্যাকস

সেঞ্চুরি ছুঁই ছুঁই এক ইনিংসে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শেষ চারে তুললেন উইল জ্যাকস। ইংলিশ এই ব্যাটারের ৫৭ বলে ৯২ রানের অপরাজিত রানের বিধ্বংসী ইনিংসে সিলেট সানরাইজার্সের ছুঁড়ে দেয়া ১৮৬ রানের লক্ষ্য সহজেই অতিক্রম করেছে চট্টগ্রাম। আর তাতে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পর শেষ চার নিশ্চিত করেছে চট্টগ্রাম।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে কিছুটা আগ্রাসী শুরু করেন চট্টগ্রামের দুই ওপেনার উইল জ্যাকস ও জাকির হাসান। যদিও এই জুটি বেশীক্ষণ টিকতে পারেনি। ৯ বলে ১৭ রান করে সোহাগ গাজীকে উইকেট দিয়ে ফেরেন জাকির হাসান,ক্যাচ নেন শাফিউল হায়াত। ভালো খেলা ওয়াল্টন বোপারার দুর্দান্ত এক থ্রো’তে রানআউট হওয়ার আগে ২৩ বলে তিনটি চার ও দুটি ছক্কায় ৩৫ রান করেন তিনি। এরপর বেনি হাওয়েলকে (৮) বিদায় করে সিলেট শিবিরে পুনরায় সস্তি ফেরান অলরাউন্ডার আলাউদ্দিন বাবু।
শেষদিকে ৭ বলে ২১ রানের ক্যামিও খেলে চট্টগ্রামকে পুনরায় ম্যাচে ফেরান শামীম পাটোয়ারি। দলের ব্যাটাররা আসা যাওয়ায় থাকলেও পাঁচ বল হাতে থাকতে জয় নিশ্চিত করেন জ্যাকস। তার ইনিংসে ছিল আটটি চার ও চারটি ছক্কার মার।সিলেটের সফল বোলার গাজিও আলাউদ্দিন বাবু নেন দুটি করে উইকেট।
এর আগে ব্যাট করতে নেমে শুরুতে এনামুল হক বিজয় ও লেন্ডল সিমন্সের ব্যাটে বড় রানের আশায় বুক বাঁধছিল সিলেট। সিমন্স ও বিজয় মিলে তোলেন ৫৪ রান। ২৭ বলে ৪২ রান করে আউট হন সিমন্স। বিজয়ও থিতু হয়ে আউট হন (৩২)
তবে ইনিংসের শেষের দিকে ব্যাট হাতে ঝড় তোলেন অধিনায়ক রবি বোপারা ও মোসাদ্দেক সইকত। বোপারার ২১ বলে ৪৪ ও মোসাদ্দেকের অপরাজিত ২২ বলে ৩৫ রানে ভর করে ১৮৫ রান তোলে সিলেট।
চট্রগ্রামের সফল বোলার এদিন ও মৃত্যুন্জয় নেন তিন উইকেট।
সংক্ষিপ্ত স্কোর : সিলেট ১৮৫-৬ (ওভার ২০)
বোপারা ৪৪, সিমন্স ৪২, বিজয় ৩২,
মৃত্যুঞ্জয় ৩-৩৭, মিরাজ ১-৩৬
চট্টগ্রাম ১৮৮-৬ (১৯.১)
জ্যাকস ৯২*, ওয়াল্টন ৩৫ শামিম ২১ : সোহাগ ২-২১, বাবু ৩২/২
-আব্দুর রহমান, টাইগারক্রিক ডেস্ক।