ফ্র্যাঞ্চাইজি লীগবিপিএল

খুলনাকে হারিয়ে প্লে অফের দৌড়ে টিকে রইল মিনিস্টার ঢাকা

শেষ ওভারে শুভাগতহোমের টানা দুই ছক্কায় ঢাকা রোমাঞ্চকর জয় পেলো। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের ২৫তম ম্যাচে খুলনা টাইগার্সকে ৫ উইকেটে হারিয়েছে মিনিস্টার ঢাকা। এই জয়ের ফলে মিনিস্টার ঢাকা উঠে এল পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে, সেই সাথে খুলনা নেমে গেল চারে।

সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে প্রথমে টস জিতে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে খুলনা। ৩২ রানে ৫ উইকেট পড়ে গেলে ক্রিজে আসেন জিম্বাবুইয়ান অলরাউন্ডার সিকান্দার রাজা। জিম্বাবুয়ের এই ক্রিকেটার ব্যাটে দল ঘুরে দাঁড়ায়।

৫টি চার ও ৪টি ছক্কা হাঁকানো রাজা ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ৫০ বলে ৬৪ রান করে দলকে নিয়ে যান সম্মান জনক একটি যায়গায়, খুলনা তাদের নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে দলের সংগ্রহ দাঁড়ায় ১২৯ রান।

খুলনার ব্যাটসম্যানদের মধ্যে সবাই চিলেন আসা যাওয়ার মিছিলে ব্যস্ত। অলরাউন্ডার মাহেদি হাসান করেন ১৭, অধিনায়ক মুশফিকুর রহিম ও থিসারা পেরেয়া করেন সমান ১২ রান করে।

ঢাকার বোলারদের মধ্যে আরাফাত সানি ১৫ রানে ২ উইকেট ও আফগান উমরাজাই নেন ২৫ রানে ২ উইকেট।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ১২ রানের মধ্যে দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরানউজ্জামানকে হারিয়ে বিপদে পরে ঢাকা। এরপর জহুরুল ইসলামকে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তৃতীয় উইকেটে দুজনে গড়েন স্লথ গতিতে ৫৭ রানের পার্টনারশিপ।

উইকেটরক্ষক জহুরুল ইসলাম ৩৫ বলে ৩০ রানের ইনিংস খেলে বিদায় নিলে ক্রিজে আসেন শামসুর রহমান, এসেই শুরু করেন মারকুটে ব্যাটিং। তাকে রেখে সাজঘরে ফেরেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তার আগে ৩৬ বলে করেন ৩৪ রান। ১৪ বলে ২৫ রান করে থামতে হয় শামসুর রহমানকেও, এতে ঢাকা আবারো একটু চাপে পড়ে যায়।

শেষদিকে ম্যাচ অনেক জমে ওঠে, বিশেষ করে ১৯তম ওভারে লোকাল বয় খালেদ আহমেদ মাত্র ৪ রান খরচে করেন, শেষ ওভারে ঢাকার প্রয়োজন ছিল ১১ রান। থিসারা পেরেরার করা প্রথম বলেই ছক্কা হাঁকান শুভাগত হোম। পরের বলে আরেকটি ছক্কা হাঁকিয়ে নিশ্চিত করেন দলের জয়। ফলে ঢাকা জয় পায় ৫ উইকেট ও ৪ বল হাতে রেখেই।

সংক্ষিপ্ত স্কোর :
টস : খুলনা টাইগার্স
খুলনা টাইগার্স : ১২৯/৭ (২০ ওভার) রাজা ৬৪, মেহেদী ১৭, মুশফিক ১২, পেরেরা ১২ সানি ১৫/২, ওমরজাই ২৫/২।
মিনিস্টার ঢাকা : ১৩১/৫ (১৯.২ ওভার) রিয়াদ ৩৪, জহুরুল ৩০, শামসুর ২৫, শুভাগত ১৮* পেরেরা পেরেরা ৩৯/২, নাবিল ১০/১।
প্লেয়ার অব দ্যা ম্যাচ আরাফাত সানি (ঢাকা)
ফল : মিনিস্টার ঢাকা ৫ উইকেটে জয়ী
-আব্দুর রহমান, টাইগারক্রিক ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button