কোহলিকে ফর্ম ফিরে পাওয়ার পথ বলে দিলেন ডি ভিলিয়ার্স

টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক বিরাট কোহলি ব্যাট হাতে ভুগছেন রানখরায়। দীর্ঘ সময় ধরে যেন হাসছে না তার ব্যাট। একটা সময় একাই গোটা বিশে ক্রিকেটকে শাসন করা কোহলির যে দুঃসময় চলছে তা আর বলার অপেক্ষা রাখে না।
কোহলির সাথে লম্বা সময় ধরে রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালোরের জার্সিতে মাঠ মাতিয়েছিলেন এবি ডি ভিলিয়ার্স। সাবেক সতীর্থ বিরাট কোহলির দুঃসময়ে তাই তার পাশে দাঁড়ালেন ডি ভিলিয়ার্স।
ডি ভিলিয়ার্সের মতে একবার বাজে ফর্ম চলে আসলে সেখান থেকে বের হয়ে আসাটা মোটেও সহজ নয়। মানসিকভাবে ধকল কাটিয়ে উঠতে পারলে তবেই ফর্ম ফিরে পাওয়া সম্ভব বলে মনে করেন ডি ভিলিয়ার্স।
কোহলির পক্ষে দাঁড়িয়ে প্রোটিয়া এই ক্রিকেটার বলেন, ‘’একজন ব্যাটার বাজে ফর্ম থেকে ১-২টি ইনিংস দূরে থাকে। বাজে ফর্ম একবার চলে এলে এটা থেকে ঘুরে দাঁড়ানো কঠিন। এখানে মানসিকতাই আসল যুদ্ধ। রাতারাতি কেউ বাজে খেলোয়াড় হয়ে যায় না। এটা কোহলিও জানে, আমিও জানি।‘’
জাতীয় দল থেকে অধিনায়কত্ব হারানোর পর আইপিএলেও বেঙ্গালোরের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন কোহলি। ব্যাট হাতে আরও বেশি মনোযোগ দিতেই অধিনায়কের পদ ছেড়েছেন তিনি এমনটা জানানো হলেও আদতে তা আর হয়নি। আইপিএলের এবারের আসরে কোহলির ব্যাট থেকে এসেছে গোল্ডেন ডাক। এক ম্যাচে অর্ধশতক হাঁকালেও বেশি বল মোকাবেলা করে কম রান তোলায় তা যেন দলের হারের কারন হয়েই দাঁড়িয়েছিল।
এই অবস্থা থেকে বের হয়ে আসতে হলে মানসিকভাবে সমাধান খুঁজে বের করতে হবে বলে মনে করছেন ডি ভিলিয়ার্স। বেঙ্গালোরের সাবেক এই সতীর্থকে নিয়ে ডি ভিলিয়ার্স আরও বলেন, ‘’সে কীভাবে ভাবছে, কীভাবে মানসিকতা রাখছে এটার ওপর সমাধান নির্ভর করছে। আপনি যেখানেই খেলুন না কেন, একটি স্পষ্ট মানসিকতা আর ফ্রেশ এনার্জি নিয়ে খেলতে হবে এবং বাজে ফর্ম থেকে বের হওয়ার উপায় খুঁজতে হবে।‘’