
এবার কোভিড টেস্টে পজিটিভ হয়েছে সৌম্য সরকার। শুধু সৌম্যই নয় অন্তত পাঁচজন ক্রিকেটারের কোভিড টেস্টের ফলাফল পজিটিভ এসেছে। তাই নতুন করে বড় বিপদে পড়তে পারে বিপিএলের এবারের দল খুলনা টাইগার্স।
বিপিএলকে সামনে রেখে দলগুলো যখন চূড়ান্ত অনুশীলনে ব্যস্ত তখন ক্রিকেটারদের বায়ো বাবলে নেয়ার কাজটাও শুরু হয়ে গেছে ইতোমধ্যে। বিপিএলে অংশ নিতে যাওয়া ক্রিকেটারদের বায়ো বাবলের ভেতর রেখেই টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। তবে এরই মধ্যে কোভিড টেস্টের ফলাফল পজিটিভ এসেছে অন্তত পাঁচজন ক্রিকেটারের।
মঙ্গলবার (১৮ই জানুয়ারি) বিপিএলের জন্য ক্রিকেটারদের টিম হোটেলে প্রবেশের কাজ শুরু করা হয়। যেখানে ক্রিকেটারদের আরটিপিসিআর মেশিনের মাধ্যমে কোভিড টেস্ট করার পর সৌম্য সহ পাঁচজন ক্রিকেটারের ফলাফল পজিটিভ এসেছে। তবে বাকি ক্রিকেটারদের নাম এখনও জানা যায়নি।
খুলনা টাইগার্সের দুঃসংবাদ রয়েছে আরও। প্লেয়ার্স ড্রাফট ও ড্রাফটের বাইরে সরাসরি সাইনিংয়ের মাধ্যমে তারা স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছিল শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরেরা, সেকুগে প্রসন্ন এবং ভানুকা রাজাপাকসেকে। তবে এই তিন ক্রিকেটারের কেউই আসতে পারছেন বোর্ডের ছাড়পত্র না পাওয়ায়। ফলে দলটিতে বিদেশি ক্রিকেটার নতুন করে যুক্ত করতে হতে পারে।
লঙ্কান তিন ক্রিকেটার ছাড়াও দলটিতে বিদেশি ক্রিকেটার হিসেবে রয়েছেন সিকান্দার রাজা ও আফগানিস্তানের নাভিন উল হক। স্কোয়াডে আটজন বিদেশি ক্রিকেটার নেয়ার সুযোগ থাকায় খুলনা টাইগার্স নতুন করে ভাবতে পারে বিদেশি ক্রিকেটারদের নাম।
অন্যদিকে দলটিতে দেশী ক্রিকেটার হিসেবে রয়েছেন মুশফিকুর রহিম, শেখ মেহেদি হাসান, রনি তালুকদার, ইয়াসির আলি চৌধুরী কিংবা কামরুল ইসলাম রাব্বির মত ক্রিকেটাররা।
এক নজরে দেখে নেয়া যা খুলনা টাইগার্সের স্কোয়াড
মুশফিকুর রহিম, থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), ভানুকা রাজাপক্ষে (শ্রীলঙ্কা) ও নাভিন উল হক (আফগানিস্তান), শেখ মেহেদী হাসান, সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বি, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, সেক্কুগে প্রসন্ন (শ্রীলঙ্কা), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), ফরহাদ রেজা, রনি তালুকদার, সৈয়দ খালেদ আহমেদ, জাকের আলী অনিক ও নাবিল সামাদ, সোহরাওয়ার্দী শুভ ও মোহাম্মদ শরীফউল্লাহ।