ক্রিকেট ফ্যাক্টবিপিএল

কায়েসকে নিয়ে কোনো পরিকল্পনা নেই নির্বাচকদের

বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডারে বড় এক সমস্যার নাম হয়ে দাঁড়িয়েছে ওপেনিং জুটি। তামিম ইকবালের সাথে একেক সময় একেক জন যোগ দিলেও স্বল্প সময়েই তারা হারিয়ে গেছেন যেন কালের অতল গহ্বরে।

একটা সময় ইমরুল কায়েস তামিম ইকবালের সাথে ওপেনিং করতেন নিয়মিত। দুইজন মিলে সফলতার দেখাও পেয়েছিলেন বেশ। তবে একবার দল থেকে কায়েসকে ছেঁটে ফেলার পর তার দিকে আর সুনজর পড়েনি নির্বাচকদের। যার দরুন এখনও অবহেলাতেই রয়ে গেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

জাতীয় দল থেকে বাদ পড়লেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলে যাচ্ছেন কায়েস। ডিপিএল, বিসিএলে ব্যাট হাতে পারফর্ম করার পর এবার বিপিএলেও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ব্যাট হাতে ছন্দে রয়েছেন কায়েস।

তবে ব্যাট হাতে রানের দেখা পেলেও এখনই তাকে জাতীয় দলে বিবেচনা করা হচ্ছে না বলে সাফ জানিয়ে দিয়েছেন নির্বাচক প্যানেলের সদস্য আব্দুর রাজ্জাক। তার মতে ধারাবাহিক পারফরম্যান্স করেই দলে জায়গা পেতে হবে কায়েসকে। সেই সাথে তিনি বারণ করেছেন কায়েসদেরকে নিয়ে ‘লাফালাফি’ করতে।

রাজ্জাক বলেন, ‘’পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই আসলে দল করা হবে। যারা পারফরম্যান্স করে না তাদেরকে নিয়ে লাফালাফি করা ঠিকও না আমি মনে করি। ইমরুলের কথা বললেন, ইমরুল গত ম্যাচটা ভালো খেলেছে, পারফরম্যান্স করছে এটা বললে ঠিক হবে নাা। কিন্তু অনেকদিন ভালো খেলেনি। আপনি ন্যাশনাল লিগ থেকে যদি চিন্তা করেন তাহলে কিন্তু আপ টু দ্য মার্ক না।‘’

গত ম্যাচে কায়েসের করা অপরাজিত ৮১ রানের ইনিংসের প্রশংসা করে রাজ্জাক আরও বলেন, ‘’কিন্তু আমি ওকে দোষ দিব না। কারণ খেলোয়াড়দের ভালো সময় খারাপ সময় থাকবেই। আপনি (সাংবাদিককে) যেহেতু বললেন  পারফরম্যান্স করছে তাই বললাম। গত ম্যাচে খুব ভালো খেলেছে সন্দেহতীতভাবে।‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button