ক্রিকেট ফ্যাক্ট

ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ডাক পাচ্ছেন বিজয়

জাতীয় দল থেকে বেশ আগেই বাদ পড়েছিলেন এনামুল হক বিজয়। দীর্ঘ সময় পর যখন জাতীয় দলে জায়গা মিলছিলো না তখন ঘরোয়া ক্রিকেটেও দেখা দিয়েছিল তার রানখরা। তবে সাম্প্রতিক সময়ে সবকিছু পেছনে ফেলে নতুন করে আবারও পারফর্ম করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

সদ্য সমাপ্ত ডিপিএলে একমাত্র ব্যাটার হিসেবে ১১ ‘শ এর বেশি রান করে রীতিমত বিশ্বরেকর্ড গড়েন বিজয়। এর আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে এক আসরে যেখানে বিশ্বের কোনো ব্যাটার এক হাজার রানের মাইলফলক স্পর্শ করতে পারেনি সেখানে বিজয়ের এমন অতিমানবীয় পারফরম্যান্সের পর তাকে জাতীয় দলে ফেরানো নিয়েও চলছে বেশ আলোচনা।

এদিকে বিজয়কে জাতীয় দলে ফেরানোর আলোচনায় জোর হাওয়া লেগেছে বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের কথায়। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে রাখা হবে বিজয়কে এমনটা জানিয়েছেন জালাল ইউনুস।

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে বিজয়ের থাকা নিশ্চিত করে জালাল ইউনুস বলেন, ‘’বিজয় ওয়েস্ট ইন্ডিজ সফরে আছে। টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে থাকবে আশা করি। এটা যদিও নির্বাচকদের ব্যাপার। তারপরও আমার মনে হয় তারা বিজয়কে বিবেচনা করছেন। নিশ্চিতভাবেই বিজয় ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকছে।‘’

এনামুল হক বিজয় সর্বশেষ জাতীয় দলের জার্সিতে টি-টোয়েন্টি খেলেছিলেন ২০১৫ সালে। এছাড়া সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০১৯ সালে।

গত দক্ষিণ আফ্রিকা সিরিজে ইনজুরিতে পড়েছিলেন তাসকিন আহমেদ। ফলে ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াডে বাইরে রাখা হয় তাসকিনকে। দলের অন্যতম সেরা এই পেসারকে ওয়েস্ট ইন্ডিজ সফরেও পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। তবে তাসকিনের বিকল্প হিসেবে অন্য পেসারদের নিয়েই পরিকল্পনা সাজানোর কথাও জানিয়েছেন অপারেশন্স কমিটির এই প্রধান।

জালাল ইউনুসের ভাষ্য, ‘’কয়েকজন ফাস্ট বোলার আছে। একটু আগে কোচ, নির্বাচকরা মিলে মিটিংয়ে বসেছিলাম। তাসকিন না থাকলে কারা থাকতে পারে তাদের নিয়া আলাপ-আলোচনা হয়েছে। নির্বাচকরা সময়মত ওয়েস্ট ইন্ডিজ সফরের দল দিয়ে দেবেন।‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button