ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ফরম্যাটেই জয় চান মিরাজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ফরম্যাটে সিরিজ খেলতে একে একে দেশ ছাড়ছেন ক্রিকেটাররা। প্রথম ধাপে বেশ কয়েকজন সেখানে পাড়ি জমানোর পর এবারর দফায় ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরেছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ সহ বেশ কয়েকজন।
ইনজুরির জন্য শ্রীলঙ্কা সফরের দলে থাকতে না পারলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে মিরাজকে। এই অলরাউন্ডার ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরার আগে বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে জানিয়েছেন তার লক্ষ্যের কথা।
সম্প্রতি সাদা পোশাকে বাংলাদেশ দল খুব একটা সুবিধা করতে না পারলেও মিরাজের বিশ্বাস সাকিব আল আহসানের নেতৃত্বাধীন দলটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ভালো করবে। শুধু টেস্ট ফরম্যাটই নয় রঙিন পোশাকেও টাইগাররা নিজেদের সেরাটা দিয়েই জয় ছিনিয়ে আনবে বলে বিশ্বাস মিরাজের।
এই অলরাউন্ডার বলেন, ‘’দেখেন আমরা নিউ জিল্যান্ডে ম্যাচ জিতেছি, নিউ জিল্যান্ডের কন্ডিশনে গিয়ে। কিন্তু আমরাতো এরকম না যে আমরা পারি না। হয়তো আমাদের খারাপ সময় যাচ্ছে, ক্রিকেটাররা কামব্যাক করার চেষ্টা করছে।”
চার বছর আগে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজ খেলতে সেখানে পাড়ি জমিয়েছিল টাইগাররা। ওই সফরে সাদা পোশাকে মলিন ছিল টাইগারদের পারফরম্যান্স। স্বাগতিকদের বিপক্ষে টেস্ট ক্রিকেটে ভালো করতে না পারলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। চার বছর পর আবারও তাদের মাটিতে যাওয়ার পর এবারও ভালো করার প্রত্যাশা তার।
মিরাজের ভাষ্য, ‘’আমরা যখন সবশেষ ওয়েস্ট ইন্ডিজে গিয়েছিলাম আমরা ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতেছিলাম। ওই অভিজ্ঞতা মজার ছিল। যেহেতু চার বছর পর যাচ্ছি, অবশ্যই ভালো ক্রিকেট খেলার চেষ্টা করবো সবাই।”
বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট ম্যাচ দুটো অনুষ্ঠিত হবে ১৬ এবং ২৪ জুন। টেস্ট ফরম্যাটের পর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। সংক্ষিপ্ত ফরম্যাটের এই সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২,৩ এবং ৭ জুলাই। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ১০, ১৩ এবং ১৬ জুলাই।