ক্রিকেট ফ্যাক্ট

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ফিরছেন তাসকিন

ওয়েস্ট ইন্ডিজ সফরের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলের স্কোয়াডে যুক্ত হতে যাচ্ছেন তাসকিন আহমেদ। ইনজুরি থেকে দ্রুত সুস্থ হয়ে ওঠার কারণেই তাকে টি-টোয়েন্টি সিরিজের দলে ফেরানোর পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ চলাকালে কাঁধে চোট বাধিয়েছিলেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ। তিন ফরম্যাটেই নিয়মিত খেলে যাওয়া তাসকিন আহমেদ ওই সিরিজে চোটে পড়ার মিস করেছেন ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজ। লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের স্কোয়াডে রাখা হয়নি তাসকিন আহমেদকে।

লঙ্কা সিরিজ শেষে ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজের জন্য আলাদা আলাদা দল ঘোষণা করা হলেও সেখানেও কোনো ফরম্যাটেই স্কোয়াডেই রাখা হয়নি তাসকিনকে। তবে এবার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে যুক্ত করা হতে পারে তাসকিনকে।

তাসকিনকে টি-টোয়েন্টি দলে নেয়ার ভাবনার কথা জানিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘’হ্যাঁ তাকে টি-টোয়েন্টিতে নেওয়ার ভাবনা আছে। যদি ফিট থাকে, আমাদের কাছে রিপোর্ট আসে তাহলে টি-টোয়েন্টি দলে যুক্ত হবে।‘’

তাসকিন আহমেদের টি-টোয়েন্টি এবং ওয়ানডেভ ফরম্যাটে খেলতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীও। তার মতে তাসকিন বর্তমানে ফুল রানআপে বল করতে পারছেন। পুনর্বাসন প্রক্রিয়ার দ্বিতীয় ধাপের শেষ পর্যায়ে রয়েছেন তাসকিন এমনটাও জানিয়েছেন এই চিকিৎসক।

দেবাশীষ চৌধুরীর ভাষ্য, ‘’তাসকিন পুনর্বাসনের মাঝামাঝি পর্যায়ে মানে দ্বিতীয় পর্বে রয়েছে। এখন সে ফুল রান আপে ৭০-৮০ ইন্টেনসিটিতে বল করতে পারছে এবং এভাবেই ওর প্রগ্রেশন বাড়তে থাকব। আশা করছি ওয়েস্ট ইন্ডিজে শর্টার ভার্সনে খেলতে ওর কোন অসুবিধা হবে না।‘’

উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ, তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ এবং তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে টাইগাররা বেশ কয়েক ধাপে পাড়ি জমিয়েছেন সেখানে। তবে এখনও তাসকিন আহমেদ ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরেননি। দুয়েকদিনের মধ্যেই তার খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে টিম ম্যানেজমেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button