ক্রিকেট ফ্যাক্টবাংলাদেশ ক্রিকেট

ওয়ানডেতে সর্বোচ্চ ফিফটি হাঁকানো পাঁচ বাংলাদেশী ব্যাটসম্যান

ওয়ানডে ফরম্যাটে ব্যাটসম্যানদের অর্ধশতক হাঁকানো খুব বেশি অপ্রত্যাশিত কিছুই নয়। আলাদা করে বলতে গেলে টপ অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে হরহামেশাই অর্ধশত হাঁকানোর ঘটনা চোখে পড়ে। একদিনের এই ফরম্যাটে টেস্ট ক্রিকেটের মত খুব বেশি বল খেলে নিজেকে হয়তো থিতু করতে পারেন না অনেকসময়। তবে নিজের ক্যারিয়ারের পথ দীর্ঘ করতে অর্ধশতকের মাইলফলক বেশ কার্যকরী বটে একজন ব্যাটসম্যানের জন্য!

এক নজরে দেখে নেয়া যাক বাংলাদেশের জার্সিতে ওয়ানডে ফরম্যাটে সর্বোচ্চ অর্ধশতক হাঁকানো ৫ ব্যাটসম্যানের তালিকাঃ

৫। মোহাম্মদ আশরাফুল

একটা সময় জাতীয় দলকে নেতৃত্ব দেয়া মোহাম্মদ আশরাফুল আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে রয়েছেন বেশ লম্বা সময় ধরে। ১৭৫টি আন্তর্জাতিক ওয়ানডে খেলা আশরাফুল বাংলাদেশের জার্সিতে অর্ধশতক হাঁকিয়েছেন ২০টি। যা তাকে ঠাই করে দিয়েছে সর্বোচ্চ অর্ধশতক হাঁকনো বাংলাদেশী ব্যাটসম্যানদের মধ্যে পাঁচ নম্বরে। আশরাফুল এখন পর্যন্ত দেশের জার্সিতে ৩টি শতকও হাঁকিয়েছেন।

৪। মাহমুদউল্লাহ রিয়াদ

সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদউল্লাহ রিয়াদ দেশের জার্সিতে ১৯৪ ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়ছেন ১৬৮ ইনিংসে। দলের অন্যতম নির্ভরযোগ্য এই ব্যাটসম্যানের ব্যাট থেকে ওয়ানডে ফরম্যাটে এখন পর্যন্ত এসেছে ২৩টি অর্ধশত রানের ইনিংস। ৩টি সেঞ্চুরি হাঁকানো মাহমুদউল্লাহ রিয়াদের ইনিংস সর্বোচ্চ রান হচ্ছে অপরাজিত ১২৮।

৩। মুশফিকুর রহিম

তালিকার তিন নম্বরে থাকা মুশফিকুর রহিম দেশের হয়ে ২২৪ ওয়ানডে ম্যাচে মাঠে নেমেছেন ২১০ ইনিংসে। এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ ১৪৪ রান করা মুশফিক এই ফরম্যাটে হাঁকিয়েছেন ৩৯টি। মিস্টার ডিপেন্ডেবলের ব্যাট থেকে এসেছে ৭টি শত রানের ইনিংসও। ৩৬.৪৫ গড়ে ব্যাটিং করা মুশির স্ট্রাইকরেট ৭৮.৭৩।

২। সাকিব আল হাসান

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ব্যক্তিগত কারনে ছুটিতে ছিলেন সাকিব। ফলে ৩ ম্যাচে মাঠে নামা হয়নি তার। এছাড়া এক বছরের নিষেধাজ্ঞায় থাকার কারনেও বেশ কয়েকটি ম্যাচে মাঠে নামতে পারেননি দেশের জার্সিতে। বাংলাদেশের হয়ে ২০৯ ওয়ানডে খেলা সাকিব আল হাসানের ব্যাট থেকে এখন পর্যন্ত এসেছে ৪৮টি অর্ধশত রানের ইনিংস। ৩৮.০৮ গড়ে রান করা সাকিব শতরানের দেখা পেয়েছেন ৯টি। অপরাজিত ১৩৪ রানের সর্বোচ্চ ইনিংস খেলা সাকিবের স্ট্রাইকরেট ৮২.৩৫।

১। তামিম ইকবাল

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে অর্ধশতক হাঁকানো তামিম ইকবাল এখন পর্যন্ত বাংলাদেশী ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ অর্ধশতকের মালিক। একদিনের ফরম্যাটে তামিম ইকবাল দেশের হয়ে ৫০টি অর্ধশত রানের ইনিংস খেলেছেন এখন পর্যন্ত। ওয়ানডে ফরম্যাটে ১৩টি শতক হাঁকানো তামিম ইকবালের স্ট্রাইকরেট ৭৮.৩৫।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button