বাংলাদেশ ক্রিকেট

ওপেনিংয়ে আরও সুযোগ পাচ্ছে বিজয়-মুনিম জুটি

টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের ওপেনিং জুটি যেন কিছুতেই স্থায়ী হচ্ছে না। টিম ম্যানেজমেন্ট একের পর এক পরীক্ষা নিরীক্ষা চালালেও তা ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে টানা। যেখান থেকে উত্তরণের পথটা এখনও অনেকটা অজানাই বলা যেতে পারে টাইগার ক্রিকেটে।

তামিম ইকবালের টি-টোয়েন্টি থেকে বিরতি নেয়ার পর ওপেনিং স্লট থেকে সরিয়ে দেয়া হয়েছে নাইম শেখকেও। সৌম্য সরকারের হিসেব তো চুকে গেছে আরও আগেই। তবে হালের ওপেনারদের মধ্যে লিটন দাসকে নিয়েও চলছে কাটাছেড়া।

চলমান ওয়েস্ট ইন্ডিজ সিরিজে প্রথম ম্যাচে ওপেনার হিসেবে মুনিম শাহরিয়ার ও এনামুল হক বিজয়কে দেখা গেলেও দ্বিতীয় ম্যাচে মুমিনকে একাদশের বাইরে রাখা হয় পিঠের ইনজুরির কারণে। যার দরুন আবারও লিটন দাস ও বিজয়কে দিয়ে ইনিংস উদ্বোধন করানো হয় দ্বিতীয় ম্যাচে।

এদিকে ঘরোয়া ক্রিকেটে মারকাটারি ব্যাটিং করে জাতীয় দলে আসা বিজয় ও মুনিম শাহরিয়ারকে সময় দেয়া হবে এমনটা জানানো হয়েছে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও জানিয়েছিলেন ঠিকমত সুযোগ দেয়া হবে এই জুটিকে।

রিয়াদ তখন বলেছিলেন, ‘’চিন্তার বিষয়, ঠিক ওভাবে দেখছি না। যারাই সুযোগ পাচ্ছে, আমরা চেষ্টা করব তাদের ঠিকঠাকভাবে সুযোগ দিতে। যেন ওরা বিশ্বাস রাখতে পারে, যখন সুযোগ পাবে ঠিকভাবে সুযোগ পায়, অন্তত ৩-৪ ম্যাচ সুযোগ পায়। যদি ক্লিক করতে না পারে তখন বিকল্পের কথা ভাববো।‘’

সেই একই কথা যেন আবারও ভেসে এসেছে টাইগার অধিনায়কের কণ্ঠে। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে রিয়াদ জানালেন টিম ম্যানেজমেন্ট এই দুই ওপেনারকে যে সুযোগ দিবে তা যেন কাজে লাগাতে পারে তারা।

রিয়াদের ভাষ্য, ‘’এটা যেন নিশ্চিত করতে পারি- টিম ম্যানেজমেন্ট তাদের প্রোপার সুযোগ দিবে। তখন ওদের মধ্যে নিশ্চয়তা জন্মাবে যে না আমার সুযোগ আছে এবং আমি এখন সুযোগটাকে কীভাবে কাজে লাগাতে পারি।‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button