এশিয়া কাপকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছেন টাইগার যুবারা

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কাছে এবারের বিশ্বকাপ কিছুটা আলাদা। অন্যান্যবার শিরোপা জয়ের জন্য লড়াই চালিয়ে গেলেও এবারের লড়াইটা হবে শিরোপা ধরে রাখার। যার প্রস্তুতি হিসেবে সম্প্রতি ভারতের মাটিতে তিন দলীয় টুর্নামেন্ট খেলে এসেছে টাইগার যুবারা। সেই সাথে বিশ্বকাপের আগে এশিয়া কাপেও মাঠে নামবে জুনিয়র টাইগাররা।
দলের অধিনায়ক হিসেবে গত বিশ্বকাপজয়ী রকিবুল ইসলাম থাকার সাথে আইচ মোল্লা কিংবা তানজিম হাসান সাকিবের মত প্রতিভাবানা ক্রিকেটাররা স্কোয়াডে থাকার কারনে এবারের বিশ্বকাপেও পরিস্কার ফেভারিট তকমা নিয়েই মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল।
এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য দেশ ছাড়ার আগে দলের অন্যতম সদস্য ইফতিখার আহমেদ বিশ্বকাপের আগে এশিয়া কাপের মিশনটাই সফলভাবে শেষ করতে চান। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেও এশিয়া কাপের দিকেই গুরুত্বের কথা জানান তিনি।
তার ভাষ্য, ‘’বিশ্বকাপের মত বড় টুর্নামেন্টে যাওয়ার আগে এশিয়া কাপের মত টুর্নামেন্ট সহায়ক হবে। এশিয়া কাপে ভালো ভালো দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা অর্জন করতে পারব। আর এই অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লাগানোর চেষ্টা করব।‘’
কোভিড পরিস্থিতির কারনে লম্বা সময় গচ্চা গেছে যুবাদের। তবে বিসিবির কাছ থেকে পাওয়া সুবিধা পাওয়ায় তা কাজে লাগাতে চান বলেও জানিয়েছেন ইফতিখার। তিনি যোগ করেন, ‘’গত এক–দেড় বছরে আমাদের প্রস্তুতি অনেক ভালো হয়েছে। করোনা পরিস্থিতির কারণে আগের ব্যাচের সাথে তুলনা করার সুযোগ নেই। কারণ দুটি দলের পরিস্থিতি দুরকম। বিশ্বের বাকি যুব দলগুলো যেরকম প্রস্তুতি নিয়েছে তার তুলনায় আমরা বিসিবি থেকে অনেক বেশি সুবিধা পেয়েছি। এই সুবিধা আমরা বিশ্বকাপে পুরোপুরি কাজে লাগানোর চেষ্টা করব ইনশাআল্লাহ্। ভালো কিছু হবে, আমরা খুবই আশাবাদী।‘’
‘’আলহামদুলিল্লাহ, আমরা টেকনিক্যালি অনেক উন্নতি করেছি। ইনশাআল্লাহ্, এশিয়া কাপ ও বিশ্বকাপে আমরা এর প্রতিফলন দেখাতে পারব। আমাদের দল অনেক ভারসাম্যপূর্ণ। ইনশাআল্লাহ্ এশিয়া কাপে এবার চ্যাম্পিয়ন হবো। আগে কখনই চ্যাম্পিয়ন হতে পারিনি। সবার অনেক বিশ্বাস আছে, চ্যাম্পিয়ন হবো ইনশাআল্লাহ্।’’