বাংলাদেশ ক্রিকেট

এশিয়ার বাইরেও জেতা সম্ভব: শান্ত

নতুন বছরে যেন নতুন মোড়কে দেখা গিয়েছে বাংলাদেশের ক্রিকেট। বিশেষ করে বিদেশের মাটিতে টাইগারদের পারফরম্যান্স যেন বদলে গেছে অনেকটাই। একটা সময় বিদেশের মাটিতে শুধুমাত্র লড়াই করার মানসিকতা নিয়ে মাঠে নামলেও এখন জেতার অভ্যাসটাই তৈরি হচ্ছে ধীরে ধীরে।

নতুন বছরে টাইগাররা জয় দিয়ে শুরু করে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টেস্ট সিরিজেও জয়ের জন্য মুখিয়ে আছে বাংলাদেশ।

এশিয়ার দলগুলো বাইরের কন্ডিশনে খুব বেশি সুবিধাজনক অবস্থায় না থাকলেও নাজমুল হোসেন শান্ত মনে করছেন এশিয়ার বাইরেও ম্যাচ জেতার মানসিকতা তৈরি হচ্ছে ক্রিকেটারদের মধ্যে। এশিয়ার বাইরেও টাইগাররা ভালো ক্রিকেট খেলতে পারেন এই বিশ্বাস ধরে রেখেই এগিয়ে যাওয়ার পক্ষে এই ব্যাটার।

শান্ত বলেন, ‘’আমাদের পুরো দলের মানসিকতা ও পরিবেশ বদলে গেছে। আগে যখন এশিয়ার বাইরে খেলতাম, জিততে পারি এই বিশ্বাসটা আমাদের মধ্যে এতটা ছিল না। এখানেও আমরা ভালো ক্রিকেট খেলতে পারি- আস্তে আস্তে এই বিশ্বাসটা তৈরি হচ্ছে।‘’

নিজ দেশের বাইরে প্রতিপক্ষকে একদম সহজভাবে হারিয়ে দেয়া যাবে এমনটা ভাবা হয়ত কিছুটা অমূলক। তবে ধীরে ধীরে টাইগারদের উন্নতি যে হচ্ছে তা অস্বীকার করার কোনো অবকাশ নেই। যে প্রক্রিয়ায় টাইগারদের পারফরম্যান্স এগিয়ে যাচ্ছে সেই প্রক্রিয়া ধরে রেখে খেলে যেতে পারলে জেতা সম্ভব এমনটাই মনে করেন এই ব্যাটার।

শান্তর ভাষ্য, ‘’বলছি না খেললেই জিতে যাব। তবে আমরা প্রক্রিয়া ও পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে এখানেও জেতা সম্ভব এই বিশ্বাস তৈরি হয়েছে। দলের পরিবেশ, নিজেদের ওপর নিজেদের বিশ্বাস এগুলোর অনেক উন্নতি হয়েছে।‘’

৩১ মার্চ থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজকে সামনে রেখে নিজেদের প্রস্তুতির কথা জানিয়ে শান্ত বলেন, ‘’প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালো। ওয়ানডে যদিও খেলতে পারিনি, তবে ওখানেও ব্যাটিং নিয়ে কাজ করেছি। টেস্টের আগে অনুশীলনের জন্য ৬-৭ দিন সময় পেয়েছি। হাতে আরও দুই দিন সময় আছে। আশা করছি আরও ভালো করে প্রস্তুত হতে পারব।‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button